ভাইরাল & ভিডিও

Stunt video: বাইসাইকেল নিয়ে নদী পার হতে গিয়ে স্টান্ট করছিল একটি ছেলে, হঠাৎই মুখ থুবড়ে পড়ল মাটিতে

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে

Advertisement

সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি প্রতিদিন নানা রকমের ভিডিও দেখতে পান। অনেক জায়গায় মানুষ কিভাবে নিজেদের প্রতিদিনটা কাটিয়ে থাকেন, কিভাবে সেদিন তারা কোন কোন কাজ করলেন, সবকিছুই আপনি এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন শত শত ভিডিও আপলোড হয়। কিন্তু এর মধ্যে মাত্র কয়েকটি এমন ভিডিও থাকে যেগুলি মানুষ অনেক পছন্দ করেন। এর মধ্যেও কিছু দৃশ্য থাকে যেগুলি একেবারেই আশ্চর্যজনক। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল, তিনি একটি সাইকেল নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। তিনি সেতুটা পার করেই ফেলেছিলেন, কিন্তু ভারসাম্য হারিয়ে, কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি সাইকেলসহ নিচে পড়ে যান। এই ভিডিও দেখে অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ হাসছেন সেই লোকটির পরিণতি দেখে আবার কারোর কারোর লোকটির ব্যাপারে ভেবেই খারাপ লাগছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি গ্রামের দৃশ্য। সামনেই একটি ছোট নদী বয়ে চলেছে এবং এটি পার হওয়ার জন্য একটি সরু ব্রিজ মত স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে মানুষ নদী পার হচ্ছে। হঠাৎ এক ব্যক্তি সাইকেল নিয়ে ব্রিজে উঠে সেটিতে চড়ে নদী পার হতে থাকে। কিন্তু, নদী পার হতে গিয়েই ভারসাম্য হারিয়ে নদীর ওপারে মুখ থুবড়ে পড়ে সে। লোকটি যেভাবে পড়ে গিয়েছেন, তাতে দেখে বোঝাই যাচ্ছে তিনি বেশ আঘাত পেয়েছেন। তার মুখে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। তিনি নদীর ধারে অনেকক্ষণ বসেও রইলেন সেই অবস্থায়।

VIDEO: অক্ষরা সিংহের সৌন্দর্যে হৃদয় হারালেন খেসারি লাল, এইভাবে জড়িয়ে ধরলো অভিনেত্রীকে

লোকটি চিন্তা না করে যেভাবে নদী পার হতে শুরু করেছিল, সাথে সাথেই শিক্ষা পেল। এই ভিডিওটি সেই সমস্ত লোকদের জন্যও একটি উদাহরণ হয়ে থেকেছে, যারা অতিরিক্ত উৎসাহে তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেন। এই ভিডিওটি আপলোড করা হয়েছে mechguy9 নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেই ভিডিওটির নিচে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি তার ঠোঁটের কথা ভাবছি।’ দ্বিতীয় ব্যবহারকারীর মন্তব্য এসেছে, ‘আপনারা এরকম অবহেলার ফল দেখছেন তো’। এখন পর্যন্ত ভিডিওটি লক্ষাধিক ভিউ এবং লাইক পেয়েছে।

Related Articles

Back to top button