Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Gaana: নাগিনের মতো কোমর দোলালেন রানি চ্যাটার্জি, এইভাবে মজা নিলেন খেসারি লাল যাদব

Updated :  Friday, July 14, 2023 3:01 PM

ভোজপুরি তারকা রানি চ্যাটার্জি এবং খেসারি লাল যাদবের ‘পাতার পাতার পিওয়া কে’ গানটি আজকাল ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে ৷ এই গানে রানি চ্যাটার্জি ও খেসারি লাল যাদবের হট কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। এই গানে রানি চ্যাটার্জীকে সবুজ শাড়িতে অসাধারন নাচ করতে দেখা যায়। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব ও কল্পনা একসঙ্গে। এই গানটি ইউটিউবে এখন পর্যন্ত ৫ কোটিরও বেশি ভিউ পেয়েছে।

‘পাতার পাতার পিওয়া কে’ গানটির কথা লিখেছেন প্যারেলাল যাদব। এই গানটি সুপারহিট ছবি ‘জনম’-এর। ছবিতে অভিনয় করেছেন খেসারি লাল যাদব, বিরাজ ভাট, রানি চ্যাটার্জি, পুনম দুবে সহ আরো অনেকে। ছবিটির পরিচালনা করেছেন অজয় কুমার ঝা। আর ছবিটি প্রযোজনা করেছেন অনুজ কুমার, দুর্গা প্রসাদ মজুমদার ও মহেশ উপাধ্যায়।

VIDEO: মোনালিসা ও আম্রপালি’র সঙ্গে বেডরুমে তোলপাড় নিরহুয়ার, এমন ভিডিও সামনে এসেছে

এই ছবিতে চ্যাটার্জি এবং খেসারি লাল যাদবের জুটিকে ভক্তরা খুব পছন্দ করেছেন। দুজনের গানই ইউটিউবে প্রচুর ভাইরাল হয়। খেসারি লাল যাদব ভোজপুরি জগতের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাধারণত ইন্ডাস্ট্রির সবথেকে বড় অভিনেত্রীদের সঙ্গেই সিনেমা করেন। অন্যদিকে, রানি চ্যাটার্জিও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘সাসুরা বড়ে পয়সা ওয়ালা’, ‘সীতা’, ‘দেবরা বড় সাতভেলা’ এবং ‘রানি নং ১’-এর মতো অনেক হিট ছবি করেছেন। তাকে দেখা গেছে ভোজপুরি ছবির ইতিহাসের সবথেকে হিট ছবি ‘786’-এও। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন তার গান ও ছবি মুক্তির জন্য। রানি সবসময় সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি এবং ভিডিও পোস্ট করে শিরোনামে থাকেন। অভিনেত্রী ২০০৪ সালে ‘সাসুরা বড় পয়সাওয়ালা’ ছবির মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তারপর সেই ছবি হিট হওয়ার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।