বিনোদন

হট ফিগার দেখিয়ে ব্যাপক নাচ করলেন পুনম দুবে, ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে

ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয় এই পুনম দুবে

Advertisement

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় হলেন পুনম দুবে। রবি কিষাণ, খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদব নিরহুয়া, খেসারি লাল যাদবের মতো বড় ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন এই অভিনেত্রী।

আজকাল সোশ্যাল মিডিয়া জগতে চর্চায় রয়েছেন পুনম দুবে। তাঁর একটি নতুন ভোজপুরি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়াতে। তবে এবার পুনম দুবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ক্লিপে, ভোজপুরি অভিনেত্রীকে গোলাপী পোশাকে দেখা যাচ্ছে। আর এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। তাঁর খোলা চুলে কিউট লুক দেখে রাতের ঘুম চলে গেছে ফ্যানদের। তাঁর হট লুক দেখে রীতিমত ফলোয়ার হু হু করে বৃদ্ধি পাচ্ছে।

পুনম দুবে অশোকা ছবির ‘সান সানানা ‘ গানে নাচছেন । অভিনেত্রীর স্টান্ট দেখে ঘামছেন সবাই। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- #সানসাননা। এই ভিডিও প্রচুর মানুষ দেখেছেন ইতিমধ্যেই। আর এটি লাইক করেছেন প্রায় ৩ হাজারের বেশি মানুষ। এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Dubey (@poonamdubeyofficial)

Related Articles

Back to top button