Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘এক হাসিনা থি’ সিরিয়ালের শাশুড়ি সাক্ষীর চেহারা বদলে গেছে, এমন ছবি দেখে অবাক হবেন

Updated :  Thursday, July 20, 2023 3:43 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। আজকাল অনেক টিভি অভিনেত্রী ইন্টারনেট দুনিয়াতে চর্চায় থাকেন। আজকের এই প্রতিবেদনে এমন এক টিভি অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যিনি এককালে খুব জনপ্রিয় ছিলেন।

অনেকেই হয়তো মনে করতে পারবেন ১৯৯৮ সালে শুরু হওয়া লিজেন্ডারি টিভি সিরিয়াল ‘হিনা‘ এর কথা। ৫ বছর ধরে দর্শকদের মনে রাজ করেছিল এই হিন্দি সিরিয়াল। এই শোতে মুখ্য ভূমিকায় ছিলেন সিমোনা সিং। আর এই সিরিয়াল থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এরপর তিনি কাজ করেন ‘এক হাসিনা থি’ সিরিয়ালে। এখানেও তাঁর অভিনয় ব্যাপক পছন্দ হয়েছিল সকলের মাঝে। ‘হিনা’ এবং ‘এক হাসিনা থি’ অভিনেত্রী সিমোন সিংয়ের এখন অনেক পরিবর্তন হয়েছে। আপনি হটাৎ করে দেখলে হয়ত চিনতেও পারবেন না। তাঁর সাম্প্রতিক কিছু সোশাল মিডিয়া পোস্ট দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন।

হিনারা পর দীর্ঘদিন বিরতি নিয়ে ‘এক হাসিনা থি’ দিয়ে টিভিতে কামব্যাক করেন সিমোন। শোতে সাক্ষী গোয়েঙ্কার ভূমিকায় তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। অন্যদিকে টিভি সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। টিভির পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সাইমন। করণ জোহরের ছবি ‘কাভি খুশি কাভি গম‘-এ কাজলের বন্ধু রুখসারের ভূমিকায় দেখা গিয়েছিল সিমোনকে। এছাড়াও তিনি শাহরুখ খান এবং প্রীতি জিনতার ছবি ‘কাল হো না হো’-তে অতিথি চরিত্রে উপস্থিত ছিলেন তিনি।