Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(VIDEO) মানভীর স্টেজ পারফরম্যান্সের সামনে স্বপ্নাও বিবর্ণ, তাঁর নাচ মানুষকে পাগল করে দিয়েছে

Updated :  Saturday, August 19, 2023 8:43 AM

আজকের প্রজন্মের মানুষের কাছে হরিয়ানভি নৃত্যশিল্পীদের পরিচিতি রয়েছে ভালোই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্তমানে তাদের পরিচিতি এসেছে একাংশের মাঝে। হরিয়ানায় হরিয়ানভি নৃত্যশিল্পীদের চল রয়েছে ভালোই। তাদের প্রায় যেকোনো অনুষ্ঠানেই আমন্ত্রণ থাকে। আর সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে মনিকা চৌধুরী অন্যতম। প্রায়ই নেটদুনিয়ায় তার একাধিক পারফর্ম্যান্সের ঝলক ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তার মধ্যেই আরো এক ঝলক ভাইরাল হয়েছে একাংশের মাঝে। আপাতত, সেই সূত্রেই চর্চার আলো কেড়েছেন মানবী।

বর্তমান সময়ের নৃত্যশিল্পী হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার সক্রিয়তা রয়েছে। নেটদুনিয়ায় তার ভক্তের সংখ্যাও নেহাত হাতে গোনা নয়। তার নিজের শেয়ার করা যেকোনো ঝলকই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। তবে ইউটিউবের একাধিক হরিয়ানভি চ্যানেলের সূত্র ধরেই তাদের নাচের বেশিরভাগ ভিডিও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত, তেমনি আরো এক ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই মানবীর নাচের ঝলক ভাইরাল হয়েছে। আপাতত, সেই সূত্রেই চর্চিত তিনি। উল্লেখ্য, এদিন হরিয়ানভি গানেই মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘মানবী সুপার ডান্সার’ নামের একটি ইউটিউব থেকেই চার বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে দেড় কোটির কাছাকাছি মানুষের কাছে। ঝলকে ‘তেরি গাদার জাওয়ানি’র তালেই মঞ্চ মাতিয়ে ছিলেন তিনি। হলুদ মানানসই ঘাঘড়া-চলিতেই নজর কেড়েছিলেন এই নৃত্যশিল্পী। মন জয় করে নিয়েছিলেন উপস্থিত সকল দর্শকদেরও। আপাতত, মানবী নিজের এই উদ্দাম মঞ্চ কাঁপানো নাচের সূত্রেই চর্চায় উঠে এসেছেন।