বর্তমান যুগে সিনেমা সিরিয়ালের পাশাপাশি পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন ওয়েব সিরিজের। এই ওয়েব সিরিজের কথা বললে জনপ্রিয়তার নিরিখে তালিকার শীর্ষে থাকে ববি দেওলের অ্যাডাল্ট ওয়েব সিরিজ আশ্রম। ইতিমধ্যেই ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছিল প্রথম দুটি সিজেন। ওয়েব সিরিজে রহস্যে মোড়া কাহিনী এবং সেইসাথে লাস্যময়ী তার পারফেক্ট কম্বিনেশন সকলের বেশ ভালো লেগেছিল। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার নির্মাতারা দর্শকদের জন্য এনেছেন আশ্রম ৩। এই ওয়েব সিরিজে ববি দেওলের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।

এই বলিউড অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। বেশিরভাগ সময় ডিজাইনার পোশাক পরে ভক্তদের মাতাল করে দেন অভিনেত্রী। তাঁর ফ্যান ফলোয়ার বিশাল। তাই তো তিনি ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। ছোটখাটো পোশাকে লাস্যময়ী পোজে ফটোশুট অভিনেত্রীর ফ্যান ফলোয়ার আরও বাড়িয়ে দেয়। সম্প্রতি এমনই একটি ছবি ইন্টারনেট দুনিয়াতে সুপার ভাইরাল হচ্ছে।

আসলে সম্প্রতি অভিনেত্রী এশা গুপ্তার একটি ছবি ইন্টারনেটে নতুন করে ব্যাপক ভাইরাল হয়েছে। বরাবর এই অভিনেত্রী বিকিনি পরে লাস্যময়ী কায়দায় নিজেকে ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি তিনি স্পেনের সমুদ্রসৈকতে সময় কাটিয়েছেন। তিনি স্পেনের ম্যানুয়েল কম্পোজের সাথে ডেট করছেন। ছুটির দিনে দুজনেই অনেকটা সময় কাটান। আর সেইসাথে এশা সমুদ্রের ধারে একাধিক বিকিনি পরে ছবি তোলেন। কখনও কালো বিকিনি তো কখনও আবার প্রিন্টেড বিকিনি। তাঁর সেক্সী কার্ভি ফিগারের ভাঁজে বিভোর হয়েছেন ফ্যানরা। আর তাঁর ইনস্টাগ্রাম পোস্ট এখন সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।














Johnny Depp Reveals the Real Reason He Refuses to Watch His Daughter’s Adult Series