Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুষ্পা থেকে কঙ্গুয়া সব সিনেমাতেই প্রধান হচ্ছে মেকআপের কেরামতি, ফাস্ট লুক দেখে পাগল হচ্ছেন দর্শকরা

Updated :  Wednesday, October 4, 2023 6:56 PM

ভারতের বুকে বলিউডের জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু শেষ কিছু বছরে এই বলিউডকে টেক্কা দিচ্ছে সাউথ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। আর সাউথের জয়জয়কার শুরু হয়েছিল ‘বাহুবলি‘ সিনেমা থেকে। এর প্রত্যেকটি চরিত্র এখনও মানুষের মনে গেঁথে আছে। এতে বাহুবলি প্রভাস থেকে শুরু করে তার মামা কাটাপ্পা বা অন্যদিকে শিবগামি দেবী সকলেই আজকাল নেট দুনিয়াতে চর্চায় থাকেন। আবার তারপর এই দক্ষিণী ইন্ড্রাস্ট্রির উপহার ‘কেজিএফ‘ বা ‘পুষ্পা‘। এবার এই ইন্ড্রাস্ট্রিতে নতুন করে ধামাকা করবে সুপারস্টার তথা সাউথ সিংহম সূর্যের সিনেমা। তবে পুষ্পা থেকে শুরু করে কঙ্গুয়া সব সিনেমাতেই উল্লেখযোগ্য হয়ে উঠেছে স্টারদের লুক।

দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডে দেখা যাচ্ছে এই মেকআপের প্রয়োগ। চরিত্র অনুযায়ী ব্যবহার করা হচ্ছে এই মেকআপের বহর। মেকআপ করে আকর্ষণীয় করে তোলা হচ্ছে তারকাদের। সূর্যের ছবি ‘কাঙ্গুয়া’ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। শিব পরিচালিত এই ছবিতে সূর্যকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। ছবিটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর অনেকেই চিনতে পারেননি সূর্যকে। এই সিনেমাতে রয়েছেন দিশা পাটানি ও ববি দেওলও।

অন্যদিকে সম্প্রতি রিলিজ করেছে বিজয়ের মহারাজা সিনেমার লুক। চেয়ারে রক্তস্নাত হয়ে বসে আছেন বিজয়। তাঁর মেকআপ লুক দেখে আঁতকে উঠবেন আপনি। অন্যদিকে পুষ্পা ২ তে আল্লু অর্জুনের ফাস্ট লুক দেখে ব্যাপক উৎসাহী দর্শকরা। আর সবেতেই প্রধান ভূমিকা নিচ্ছে ধামাকাদার মেকআপের কেরামতি।