বিনোদন

মুসকান বেবির সাথে মঞ্চে দুষ্টুমি করলেন পেপসি, তাঁদের অন্তরঙ্গ ড্যান্স নিয়ন্ত্রণহীন করবে আপনাকে

১ লাখের বেশি মানুষ ভাইরাল ভিডিওটি দেখেছেন

Advertisement

গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ডিজিটাল যুগ। ভারতের মাটিতেও প্রভাব পড়েছে এই ডিজিটাল প্লাবনের। আজকালকার দিনে আট থেকে আশি প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। এই ডিজিটাল যুগে ব্যাপক পরিবর্তন হয়েছে বিনোদন ইন্ড্রাস্ট্রিতে। রেডিও টিভি প্রায় অবলুপ্ত হয়ে বিনোদন চলে এসেছে আপনার হাতের মুঠোর স্মার্টফোনে। বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও দেখার স্থান হয়েছে ইউটিউব। এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও। আর এই ইউটিউবে বর্তমানে প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন হরিয়ানভি ডান্স ভিডিও।

হরিয়ানভি ডান্সাররা গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে থাকেন। এই সমস্ত স্টেজ শোয়ের ভিডিও প্রায় পাওয়া যায় ইউটিউবে। আপনি যদি এই সমস্ত ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এই হরিয়ানভি ডান্সারের মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছেন স্বপ্না চৌধুরী। আর আজকাল তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছেন আরও কিছু ড্যান্সার। তাদের মধ্যেই একজন হলেন মুসকান বেবি। তাঁর ভিডিও চোখের পলকে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। আজকের এই প্রতিবেদন এমনই এক ভিডিও নিয়ে।

আসলে ইন্টারনেট দুনিয়াতে নতুন করে ভাইরাল হচ্ছে ২০১৯ সালের একটি স্টেজ শো ভিডিও যাতে পেপসি শর্মার সাথে মুসকান বেবিকে নাচের প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মুসকানের পরনে রয়েছে লাল রঙের সালোয়ার ও ওড়না এবং গোল্ডেন কামিজ। যথারীতি টাইট সালোয়ার-কামিজের ডিপ নেকলাইনে স্পষ্ট বুকের খাঁজ। ‘গোলি চল যাওয়েগি’ গানের তালে নেচেছেন পেপসি ও মুসকান। দুজন একে অপরকে টক্কর দিলেও মুসকানের কাছে পরাস্ত হন পেপসি। মুসকানের এই ডান্স ভিডিওটির ভিউ এখনও অবধি এক লক্ষের কিছু বেশি অতিক্রম করেছে। ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Related Articles

Back to top button