Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Video : রানু মণ্ডলের সামনে নাচতে গিয়ে মার খেলেন রিল স্টার শ্রেয়া, ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে

Updated :  Tuesday, November 21, 2023 6:36 PM

বর্তমান যুগে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এই সোশ্যাল মিডিয়া জগতে বিচরণ করে থাকেন। আর যারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত, তাঁদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল রানু মন্ডল। বাংলায় এমন মানুষ খুব কমই হবেন যে রানাঘাটের রানু মন্ডলের নাম শোনেননি। আজ থেকে বছর দুয়েক আগে লতা কন্ঠে একটি গান গেয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিলেন রানাঘাট রেল স্টেশনের ভিখারিনী রানু মন্ডল।

আজকাল সোশ্যাল মিডিয়াতে চর্চায় রয়েছেন রানু মন্ডল। তবে এখন তিনি আর গানের জন্য ভাইরাল নয়। বরং তাঁর অস্বাভাবিক কাজকর্ম তাঁকে চর্চায় রেখেছে। প্রায় কোনো না কোনো ইউটিউব স্টার বা রিল অভিনেত্রী এসে তাঁর বাড়িতে ভিডিও বানায়। সম্প্রতি রিলের দুনিয়ার নামজাদা স্টার শ্রেয়া রানু মণ্ডলের বাড়িতে উপস্থিত ছিলেন। এই বাঙালি রিল স্টার ভিড়ের মাঝে অদ্ভুদ কায়দায় নাচ করে প্রায় চর্চায় আসেন। লোকাল ট্রেন থেকে শুরু করে বাজার, স্টেশন, রাস্তাঘাট কোথাওই নাচা বাকি রাখেননি তিনি। এবার তিনি রানু মণ্ডলের বাড়িতে গিয়েও অস্বাভাবিক এক কাজ করেন।

সম্প্রতি একটা ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন শ্রেয়া। সে রানু মন্ডলের রান্না ঘরের সামনে অদ্ভুত কায়দায় নাচ করতে শুরু করেন। এই ১৭ বছরের এই যুবতীর সাথে ছিলেন এক যুবকও। সে রানু মণ্ডলকে এমন কিছু বলেন যা শুনে ব্যাপক ক্ষেপে যান তিনি। এমনকি তিনি ঝাটা তুলে তাকে মেরেও দেন। এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল হচ্ছে। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।