Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: অক্ষরার শাড়ির পল্লু সরিয়ে রোম্যান্স করলেন খেসারি লাল যাদব, মধ্যরাতে উত্তাপ বাড়ালেন

ভোজপুরি দুনিয়ায় এখন অনেক সুপারস্টার এমন রয়েছেন যারা নিজেদের জনপ্রিয়তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রিকে একার ভরে টেনে নিয়ে যেতে পারেন। এরকমই একজন তারকা হলেন খেসারি লাল যাদব। ভোজপুরি দুনিয়াতে তিনি এতটাই…

Avatar

ভোজপুরি দুনিয়ায় এখন অনেক সুপারস্টার এমন রয়েছেন যারা নিজেদের জনপ্রিয়তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রিকে একার ভরে টেনে নিয়ে যেতে পারেন। এরকমই একজন তারকা হলেন খেসারি লাল যাদব। ভোজপুরি দুনিয়াতে তিনি এতটাই জনপ্রিয় যে তার নামেই যে কোন সিনেমা সুপারহিট হয়ে যায়। ভোজপুরি দুনিয়াতে রীতিমতো আর একতরফা নাম চলে। তার সঙ্গে বহু অভিনেত্রী একসাথে জুটি বেঁধে ছবি করেছেন। তবে এই অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলে অক্ষরা সিং।

পবন সিং এর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরে অক্ষরা সিং কে এখন খেসারি লাল যাদবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে দেখা যায়। ভোজপুরি দুনিয়াতে তিনিও একজন জনপ্রিয় অভিনেত্রী। তার ছবিও এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিট। খেসারি লাল যাদব এবং অক্ষরা সিংয়ের একটি পুরানো গান এবারে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রেন্ড করছে। এই গানের শিরোনাম ‘কারওয়া তেল-৩’। খেসারি লাল যাদব, অক্ষরা সিং, অঞ্জনা সিং এবং অবধেশ মিশ্রের উপর চিত্রায়িত হয়েছে এই গানটি। এই গানে খেসারি লাল যাদবকে দুইজন অভিনেত্রীর সঙ্গে নাচতে দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গানটি ‘কারুভা তেল ছবি থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে খেসারি লাল এবং অক্ষরা সিং রোমান্টিক হচ্ছেন, কখনও সবার সামনে আবার কখনও একান্তে। আপনাদের জানিয়ে রাখি, এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং ইন্দু সোনালি। গানটির কথা লিখেছেন আজাদ সিং। এই গানের মিউজিক দিয়েছেন রাজকুমার আর পান্ডে। এই গানটি এখন পর্যন্ত ১৬,৫৮১,৬৮২ বার দেখা হয়েছে। এই গানটি ইউটিউবে রিলিজ করেছে ভোজপুরি সিনেমা কিং নামের একটি চ্যানেল।

About Author