Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বয়স বাড়তে যেন আরও সুন্দরী হয়ে উঠেছেন রবিনা ট্যান্ডন, ভাইরাল অভিনেত্রীর নতুন লুক

Updated :  Sunday, December 17, 2023 10:12 AM

সম্প্রতি মুম্বাইয়ে দেখা গিয়েছিল রবিনা ট্যান্ডনকে। এই সময়ে অভিনেত্রীকে ক্যাজুয়াল লুকে এতটাই স্টাইলিশ এবং গ্ল্যামারাস দেখাচ্ছিল যে কয়েক মিনিটের মধ্যেই তার সেই লুক ভাইরাল হয়ে যায়। ফটো শিকারিদের সামনে সঙ্গে সঙ্গে একাধিক কিলার পোজও দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

অভিনেত্রীর লুক নিয়ে কথা বলতে গেলে, এই সময়ে রবীনা ট্যান্ডনকে কালো রঙের ওয়ান-পিস পরে থাকতে দেখা গিয়েছিল। অভিনেত্রীর এই ওয়ান-পিসটি খুব টাইট যার মধ্যে তার নিখুঁত ফিগার ক্যামেরার সামনে খুব ভালো ভাবে ফুটে উঠেছে।নিজের লুক সম্পূর্ণ করতে হেয়ার বান বানিয়েছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে হালকা মেকআপ করে মুখে নীল রঙের শেডের চশমা ব্যবহার করেছেন। পায়ে সাদা রঙের জুতা পরার ফলে কালো রঙ আরও বেশি করে ফুটিয়ে তুলতে পেরেছেন।

রাভিনার এই লুকটি তার ভক্তদের খুব পছন্দ হয়েছে। এই লুক দেখে তার ভক্তরা নতুন করে বলি অভিনেত্রীকে মন দিতে শুরু করেছেন। আবার কেউ কেউ তার লুকের বারবার প্রশংসা করেও ক্লান্ত হচ্ছেন না।

প্রসঙ্গত, রবিনা ট্যান্ডনকে শেষবার দেখা গিয়েছিল ‘ওয়ান ফ্রাইডে নাইট’ ছবিতে। চলতি বছরের জুলাই মাসে ছবিটি মুক্তি পায়। এর আগে তাকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবিতে দেখা গিয়েছিল। তারও আগে এই অভিনেত্রীকে ওয়েব সিরিজ ‘আরণ্যক’-এ দেখা গিয়েছিল। এই ওয়েব সিরিজ নিয়ে অনেক আলোচনা হয়েছে সম্প্রতি অতীতে।