Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Short film: বৌদির এই বাংলা শর্টফিল্ম দেখলে আপনার মনেও পড়বে দাগ, ভুলেও বড়দের সঙ্গে দেখবেন না

Updated :  Friday, December 22, 2023 6:37 PM

সময়ে সময়ে বদলেছে মানুষের পছন্দ। বেশ কয়েক ঘন্টার সিনেমা যেমন আর্কাইভ থেকে খুঁজলে এখনো পাওয়া যায় তেমনই রয়েছে ছোটো দৈর্ঘ্যের সিনেমা বা শর্ট ফিল্ম। পূর্ণ দৈর্ঘ্য সিনেমার থেকে অনেকেই ছোটো দৈর্ঘ্যের সিনেমা দেখতে পছন্দ করেন। কারণ এতে অল্প সময়ের মধ্যে পুরো গল্প বলে দেওয়া হয়। বুঝিয়ে দেওয়া হয় সিনেমার পুরো প্লট।

সিনেমার আবার অনেক রকমের ভাগ রয়েছে। সবাই সব জনারের সিনেমা পছন্দ করেন না। কেউ পছন্দ করেন হরর, সাসপেন্ড, থ্রিলার, রোমান্টিক, সাইফাই, ড্রামা। আবার কেউ কেউ পছন্দ করলেও বড়দের ছবি। বড়দের ছবি মানে প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি সিনেমা, যে গুলো ছোটোদের দেখা একেবারেই মানা। ১৮ + সিনেমা বা ওয়েব সিরিজের চল ক্রমে বেড়েছে। বড় ভিডিওর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও।

বেশিরভাগ ভিডিও অন্য কোনো ভাষার। কিন্তু বাংলাও এখন আর কম যায় না। সাদা কালো ফ্রেমের সময় পিছনে ফেলে বাংলা ইন্ডাস্ট্রি এখন প্রগতিশীল। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বড়দের ১৮ + বাংলা ছবি, যেটা কি না শর্ট ফিল্ম। কম সময়ের মধ্যে বিনোদনের পুরো ব্যবস্থা রয়েছে এই বাংলা শর্ট ফিল্মটিতে।

এর নাম রাখা হয়েছে, ‘দাগ’। এই শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে একটি বৌদির চরিত্রের ওপর। ভিডিওর থাম্বনেইল দেখলেই বুঝতে পারবেন ফিল্মের প্রতিকৃতি কেমন। সেই সঙ্গে ভিডিওতে প্লে করার জন্য ক্রমে বাড়বে উৎসাহ।