বিনোদনবলিউডভোজপুরি

অনাবৃত শরীরে শুধুমাত্র তোয়ালে, খাটিয়ার ওপর চলল উদ্যম রোম্যান্স, একা দেখুন

Advertisement

দীনেশ লাল যাদব নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua)-কে নিয়ে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ দর্শকদের একাংশের সমস্যা থাকলেও নিরাহুয়ার মাধ্যমেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি পৌঁছে যায় আন্তর্জাতিক স্তরে। ফলে বর্তমানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিরাহুয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এমনকি অন্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিগুলির মতো ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিও এগিয়ে চলেছে প‍্যান ইন্ডিয়ান ফিল্ম তৈরির দিকে। শুটিং শুরু হয়েছে প্রথম ভোজপুরি প‍্যান ইন্ডিয়ান ফিল্ম ‘হর হর গঙ্গে’-র।

তবে নিরাহুয়ার পুরানো ফিল্মগুলি এখনও যথেষ্ট চর্চিত। নিরাহুয়ার সাথে আম্রপালি দুবে (Amrapali Dubey)-র জুটি যথেষ্ট জনপ্রিয় হলেও বিভিন্ন সময় অন্য নায়িকাদের সাথেও কাজ করেছেন দীনেশ। তাঁদের মধ্যে অন্যতম হলেন কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)। কাজলের সাথে সাধারণতঃ খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-এর জুটি জনপ্রিয় হলেও নিরাহুয়ার সাথেও নায়িকার জুটি হিট হয়েছিল। এই জুটির অন্যতম ব্লকবাস্টার হিট ফিল্ম হল ‘পটনা সে পাকিস্তান’। সন্তোষ মিশ্র (Santosh Mishra)-র পরিচালনায় তৈরি এই ফিল্মটি প্রযোজনা করেছেন অনঞ্জয় রঘুরাজ (Ananjay Raghuraj)। ফিল্মের গান ‘মাই রে মাই রে ব্যথা টা কমরিয়া’ এখনও যথেষ্ট জনপ্রিয়। এই ফিল্মে কাজল ছাড়াও অভিনয় করেছেন আম্রপালি। তবে এই গানটি নিরাহুয়া-কাজল জুটির উপর পিকচারাইজ করা হয়েছে।

গানের শুরুতে দেখা যায়, বেডরুমে সবুজ তোয়ালে পরা কাজল নিরাহুয়ার হাত ধরে টানছেন। তিনি নিরাহুয়াকে সিডিউস করার চেষ্টা করেন। জড়িয়ে ধরেন নায়ককে। নিরাহুয়া তাঁকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে। কাজল তাঁর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান। নাচতে নাচতেই নায়িকা বলেন, তাঁর কোমরে ব্যথা। একসময় তোয়ালে পরিবর্তন করে শর্ট ড্রেস পরেন কাজল। কিন্তু ততক্ষণে সিঁড়ি দিয়ে নামতে থাকেন নিরাহুয়া। তাঁকে থামিয়ে দেন কাজল।

অনেক চেষ্টা করেও কাজল কিছুতেই বাগে আনতে পারেন না নিরাহুয়াকে। এই গানটির ভিডিওর ভিউ অতিক্রম করেছে দেড় কোটির বেশি। গানটি গেয়েছেন কল্পনা (Kalpna) ও রজনীশ মিশ্র (Rajnish Mishra)।

Related Articles

Back to top button