Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো রঙের ডিপ নেক ব্লাউজে মোনালিসাকে সুন্দর দেখাচ্ছে, লোকে বলল – ‘এত সুন্দর চেহারা’

মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও কলকাতার বুকে যথেষ্ট কম কাজ করেছেন। সাধারণতঃ ভোজপুরি ফিল্মের নায়িকাদের মধ্যে অন্যতম সফল মোনালিসা। একসময় কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। এই শো…

Avatar

মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও কলকাতার বুকে যথেষ্ট কম কাজ করেছেন। সাধারণতঃ ভোজপুরি ফিল্মের নায়িকাদের মধ্যে অন্যতম সফল মোনালিসা। একসময় কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। এই শো জিততে না পারলেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোনালিসা। তবে শো থেকে এলিমিনেট হওয়ার পর আর ভোজপুরি ফিল্মে কাজ করেননি তিনি। বর্তমানে মোনালিসা হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছেন। সাধারণতঃ ধারাবাহিকে মোনালিসাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সাম্প্রতিক কালে অফ এয়ার হয়েছে মোনালিসা অভিনীত ধারাবাহিক ‘বেকাবু’। তবে তিনি আবারও ছোট পর্দায় ফিরছেন নতুন ধারাবাহিক ‘লাল বানারসি’-র হাত ধরে।

কিছুদিন হল নজর টিভিতে শুরু হয়েছে ‘লাল বানারসি’। এবার মোনালিসা এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিকে মোনালিসার চরিত্রের নাম নয়নতারা। অন্য ধারাবাহিকের মতো নেতিবাচক নয়, বরং এই চরিত্রটি যথেষ্ট ইতিবাচক। ‘লাল বানারসি’-তে অত্যাচারী শাশুড়ি শকুন্তলা তার পুত্রবধূর উপর যথেষ্ট অত্যাচার করে। পুত্রবধূ অত্যাচার সহ্য করেও সংসারে টিকে থাকে। কিন্তু শকুন্তলা তাকে প্রাণে মারতে চায়। প্রবেশ ঘটে নয়নতারার। শকুন্তলার পুত্রবধূকে বাঁচাতে আগমন ঘটে তার। নয়নতারা সম্পর্কে শকুন্তলার ননদ। সে বলে, এইবার শকুন্তলার সব অত্যাচারের জবাব দেবে সে। 8 ই জানুয়ারি রাত আটটা থেকে নয়নতারার চরিত্রে দেখা যাবে মোনালিসাকে। কিন্তু তার আগে তিনি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নয়নতারার লুক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে মেটালিক সিলভার রঙের শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে একই রঙের ফ্লোরাল প‍্যাটার্নের এমব্রয়ডারি। এই শাড়ির সাথে কালো রঙের সিকুইনড ব্রালেট টিম আপ করেছেন মোনালিসা। ব্রালেটের নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে তাঁর ক্লিভেজ। গলায় রয়েছে সিলভার ও মুক্তোর তৈরি নেকপিস। কানে রয়েছে অনুরূপ ইয়ারিং। ডান হাতে রয়েছে সাদা রঙের স্টোন স্টাডেড ব্রেসলেট। কোমরে রয়েছে স্টোন স্টাডেড কোমরবন্ধ। মোনালিসার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে চোখের স্মোকি আই লুক।

ঠোঁট রাঙানো গোলাপি লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। ছবিগুলি শেয়ার করে মোনালিসা লিখেছেন, অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হল। এরপর হ্যাশট‍্যাগ দিয়ে ‘লাল বানারসি’ লিখে ধারাবাহিকের সম্প্রচার সময় জানিয়েছেন তিনি।

About Author