Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অমিতাভ বচ্চন নাতনি আরাধ্যাকে নিয়ে বেদনা জানালেন, বললেন এই মেয়েকে নষ্ট করার পেছনে তার হাত আছে

গত বছরের মাঝামাঝি সময় থেকে বচ্চন পরিবারের অন্দরমহলের সমস্যা সামনে এসেছে। বরাবর পারিবারিক অশান্তির গুঞ্জনে বলিউড সরগরম হলেও তাঁর নাতনি আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan)-এর প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।…

Avatar

গত বছরের মাঝামাঝি সময় থেকে বচ্চন পরিবারের অন্দরমহলের সমস্যা সামনে এসেছে। বরাবর পারিবারিক অশান্তির গুঞ্জনে বলিউড সরগরম হলেও তাঁর নাতনি আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan)-এর প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 2022 সালে আরাধ্যার জন্মদিনে তাকে প্রচুর উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু 2023 সালে আরাধ্যার তের বছরের জন্মদিনে অমিতাভ তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। এর মধ্যেই অমিতাভের সাক্ষাৎকারের পুরানো ভিডিও ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওগুলির মধ্যে একটিতে অমিতাভ দাবি করেছেন, তাঁর নাতনি আরাধ্যা যথেষ্ট জেদি।

অমিতাভের সাথে আরাধ্যার সম্পর্কের সুন্দর রসায়নের কথা কারও অজানা নয়। ফলে নাতনির প্রতি দাদুর এই কথায় সাধারণতঃ চমকে গিয়েছে নেটদুনিয়া। অমিতাভ জানিয়েছেন, শৈশব থেকেই আরাধ্যা তাঁর যথেষ্ট আদরের। খুব সহজেই সে জীবনে অনেক কিছু পেয়ে গিয়েছে। এই কারণে যথেষ্ট জেদি হয়ে গিয়েছে আরাধ্যা। তবে সম্প্রতি আরাধ্যার স্কুলে তাদের বার্ষিক অনুষ্ঠানে নাতনির অভিনয় অমিতাভের যথেষ্ট ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি। নিজের ব্লগে তিনি লিখেছেন, আরাধ্যার অভিনয়ের মুহূর্ত ছিল তাঁর কাছে যথেষ্ট গর্বের। এদিন ফাংশনে উপস্থিত থাকার জন্য অমিতাভ নিজের একাধিক কাজ বাতিল করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনকি সম্প্রতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), আরাধ্যার সাথে অভিষেকের টিম ‘জয়পুর পিঙ্ক প‍্যান্থারস’-কে চিয়ার আপ করতে দেখা গিয়েছে অমিতাভকে। অগস্ত্য নন্দা (Agastya Nanda)-র ডেবিউ ফিল্ম ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারেও একসাথে বচ্চন পরিবারের সদস্যদের দেখা মিলেছিল। তবে তাঁদের মধ্যে সমস্যার আভাস দিয়েছে গত বছর প‍্যারিসে আয়োজিত একটি ফ্যাশন শো যেখানে ঐশ্বর্য উপস্থিত থাকা সত্ত্বেও বচ্চন পরিবারের অন্য মহিলাদের সাথে তাঁকে কোনও ছবিতে দেখা যায়নি। ঐশ্বর্যর জন্মদিনেও উপস্থিত ছিলেন না বচ্চন পরিবারের সদস্যরা। এমনকি বচ্চন পরিবারের দীপাবলীর পুজোর বিকালে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলেন ঐশ্বর্য।

About Author