Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বরণ ডালা সাজা’, গানে বিভিন্ন ভঙ্গিমায় নাচলেন এই সুন্দরী তরুণী, দেখুন নাচের ভিডিও

বর্তমানে বিয়ে যথেষ্ট অনাড়ম্বর স্থানে পৌঁছে গেলেও সমাজের চোখে এটিএকটি বিশেষ অনুষ্ঠান যাতে মিশে থাকে দুই পরিবারের স্বীকৃতি। বিয়ের অর্থ শুধুমাত্র দুটি মানুষের মেলবন্ধন নয়, দুই পরিবারের সেতুবন্ধনও বটে। প্রাচীন…

Avatar

বর্তমানে বিয়ে যথেষ্ট অনাড়ম্বর স্থানে পৌঁছে গেলেও সমাজের চোখে এটিএকটি বিশেষ অনুষ্ঠান যাতে মিশে থাকে দুই পরিবারের স্বীকৃতি। বিয়ের অর্থ শুধুমাত্র দুটি মানুষের মেলবন্ধন নয়, দুই পরিবারের সেতুবন্ধনও বটে। প্রাচীন কাল থেকেই সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে বিয়ের গান। পিছিয়ে নেই বাংলাও। বাংলায় লোকসঙ্গীতের পাশাপাশি বিয়ে নিয়ে বাঁধা হয় আধুনিক গান।বর্তমানে এই ধরনের গানের সাথে নাচের কোরিওগ্রাফিতে ইউটিউব বিশেষ ভূমিকা পালন করছে।

ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজেদের ডান্স পারফরম্যান্স দর্শকদের কাছে শোকেস করতে পারছেন প্রচুর শিল্পী। এই ইউটিউব চ্যানেলগুলির মধ্যে অন্যতম হল ‘ডান্স স্টার মৌ’ নামে একটি ইউটিউব চ্যানেল। নৃত্যশিল্পী মৌ (Mou)-এর চ্যানেল এটি যার সাবস্ক্রাইবারের সংখ্যা ইতিমধ্যেই অতিক্রম করেছে আড়াই লক্ষ। 2021 সালের 30 শে নভেম্বর মৌ গায়ে হলুদ ও বিয়ে নিয়ে তৈরি গান ‘বরণডালা সাজা’-র সাথে ডান্স পারফরম্যান্স করে তা আপলোড করেছিলেন এই চ্যানেলে। তিনি নিজেই কোরিওগ্রাফি করেছেন। এখনও অবধি এই ভিডিওটি দেড় লক্ষের বেশি ভিউ অতিক্রম করেছে। ভিডিওতে মৌয়ের পরনে রয়েছে সবুজ রঙের লেহেঙ্গা-চোলি ও লাল রঙের ওড়না। দুই হাত ভরে রয়েছে সবুজ-লাল-হলুদ চুড়ি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুই ভ্রুর মাঝে রয়েছে লাল রঙের টিপ। কপাল জুড়ে রয়েছে সোনালি মাঙ্গটিকা ও দুই কানে রয়েছে চাঁদবালি ইয়ারিং। মৌ দুই চোখের কোল ভরেছেন কালো কাজলে। ঠোঁট রাঙিয়েছেন লাল রঙের লিপস্টিকে। হালকা পনিটেল বেঁধেছেন চুলে। ব্যাকগ্রাউন্ড সাজানো রয়েছে বিভিন্ন রঙের শাড়িতে। ভিডিওর শুরুতে সোনালি নুপূর পায়ে হেঁটে আসেন মৌ। তবে তাতে রয়েছে ছন্দ। এরপর নাচ শুরু করেন তিনি। গানটি আধুনিক। ফলে মৌয়ের নৃত্যশৈলী আধুনিক পর্যায়ের। এই গানটি ব্যবহার করা হয়েছিল কোয়েল মল্লিক (Koel Mallick) অভিনীত বাংলা ফিল্ম ‘অরুন্ধতী’-তে। গানটি গেয়েছেন মধুরা ভট্টাচার্য (Madhura Bhattacharya)। রয়েছে কোরাস শিল্পীদের কন্ঠস্বরের সহযোগও।

About Author