Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনাবৃত শরীরে শুধু তোয়ালে, কাজলের স্টাইলে নিরহুয়া তার হৃদয় হারিয়েছে, রোমান্টিক গান ভাইরাল

দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার গোটা শৈশব ও যৌবনের কিছুটা অংশ কেটেছে বাংলার আগরপাড়া অঞ্চলে। কিন্তু বাংলার পরিবর্তে কেরিয়ারের জন্য ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছেন নিরাহুয়া।…

Avatar

দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার গোটা শৈশব ও যৌবনের কিছুটা অংশ কেটেছে বাংলার আগরপাড়া অঞ্চলে। কিন্তু বাংলার পরিবর্তে কেরিয়ারের জন্য ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছেন নিরাহুয়া। তাঁর সাথে আম্রপালি দুবে (Amrapali Dubey)-র জুটি যথেষ্ট জনপ্রিয়। কিন্তু বিভিন্ন সময়ে অন্য নায়িকাদের সাথেও কাজ করেছেন নিরাহুয়া। তবে ভোজপুরি ফিল্ম ‘পটনা সে পাকিস্তান’-এ আম্রপালির পাশাপাশি কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-র সাথেও অভিনয় করেছেন নিরাহুয়া।

অনঞ্জয় রঘুরাজ (Ananjay Raghuraj)-এর প্রযোজনায় তৈরি এই ফিল্মটি পরিচালনা করেছেন সন্তোষ মিশ্র (Santosh Mishra)। এই ফিল্মের গান ‘মাই রে মাই রে’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ভোজপুরি বলয়ে। গানটি গেয়েছেন কল্পনা (Kalpana) ও রজনীশ মিশ্র (Rajnish Mishra)। গানের কথা লিখেছেন পেয়ারে লাল যাদব (Pyare Laal Yadav)। সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ (Rajesh)- রজনীশ (Rajnish) জুটি। গানের শুরুতে দেখা যায়, বেডরুমে অনাবৃত শরীরে শুধুমাত্র সবুজ তোয়ালে জড়িয়ে নাচ শুরু করেছেন কাজল। তিনি নিরাহুয়ার হাত চেপে ধরেন। নিরাহুয়াকে বাইরে যেতে দেন না নায়িকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিরাহুয়াকে বিছানার উপর বসিয়ে তাঁর কোলে পা রাখেন কাজল। নিরাহুয়াকে চুম্বন করে কাজল গানের সুরে তাঁর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান। নিরাহুয়াকে তিনি কোমরে ব্যথার কথা বললেও কাজলের হাত থেকে নিজেকে মুক্ত করেন নায়ক। ঘর থেকে বেরিয়ে যান তিনি। তোয়ালে পরিবর্তন করে লাল রঙের শর্ট ড্রেস পরে নিরাহুয়ার পিছনে সিঁড়ি দিয়ে নামতে থাকেন কাজল। গান করতে করতে একসময় তিনি নিরাহুয়ার কোলে উঠে পড়েন। নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ হতে চান কাজল। এই গানের ভিডিওর ভিউ এখনও অবধি প্রায় আড়াই কোটি অতিক্রম করেছে।

About Author