Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: ‘বড়ি মুশকিল’ গানে লাল শাড়ি পরা মেয়েটি মন চুরি করছে অনুরাগীদের, ভিডিও পুরো ভাইরাল

করোনাকালে আবির্ভাব হয়েছিল ইন্সটাগ্রাম রিলের। মূলতঃ সেই সময় থেকেই মেয়েরাও বেছে নেন রিমোট ওয়ার্ক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবারের মতো পেশা তৈরি হয়। শুধুমাত্র মেয়েরাই নয়, ছেলেরাও এগিয়ে আসছেন এই পেশায়।…

Avatar

করোনাকালে আবির্ভাব হয়েছিল ইন্সটাগ্রাম রিলের। মূলতঃ সেই সময় থেকেই মেয়েরাও বেছে নেন রিমোট ওয়ার্ক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবারের মতো পেশা তৈরি হয়। শুধুমাত্র মেয়েরাই নয়, ছেলেরাও এগিয়ে আসছেন এই পেশায়। বর্তমানে ইন্সটাগ্রাম হয়ে উঠেছে ট‍্যালেন্ট শো-কেস। একের পর এক শিল্পী ইন্সটাগ্রামেই তুলে ধরছেন নিজের প্রতিভা। বাড়িতে বসেই তৈরি করা যায় ইন্সটাগ্রাম রিল। ফলে সমস্যা হয় না। এমনকি প্রয়োজনে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় ব্যাকগ্রাউন্ড। মডেল ও শিল্পী শ্বেতা গর্গ (Sweta Garg) পেশায় ডান্স টিচার। নিজের পেশার কারণেই তিনি আপলোড করেন নিত্যনতুন রিল।

সম্প্রতি শ্বেতার একটি রিল নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ভিডিওতে আইকনিক বলিউড ফিল্ম ‘লজ্জা’-য় মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ও মণীষা কৈরালা (Manisha Kairala)- র উপর পিকচারাইজ গান ‘বড়ি মুশকিল’-এর সাথে ডান্স পারফরম্যান্স করেছেন শ্বেতা। তাঁর পরনে রয়েছে লাল রঙের শিফন শাড়ি। এই শাড়ির সাথে লাল রঙের শর্ট স্লিভ ব্লাউজ টিম আপ করেছেন শ্বেতা। ব্লাউজ জুড়ে রয়েছে জরির কারুকার্য। হালকা মেকআপ করেছেন শ্বেতা। দুই চোখের কোল ভরেছে কাজলে। ঠোঁট রাঙিয়েছেন লাল রঙের লিপস্টিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খোলা রয়েছে চুল। দুই হাতে রয়েছে লাল কাঁচের চুড়ি। খড়ের গাদার উপর হ্যালোজেন লাইটের উষ্ণতায় নেচেছেন শ্বেতা। নিখুঁত বলিউড স্টেপ ফুটে উঠেছে শ্বেতার নৃত্যশৈলীতে। সাড়ে নয় হাজারের উপর নেটিজেন পছন্দ করেছেন এই ডান্স রিলটি। রিলটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, এটি তাঁর বরাবরের পছন্দের গান। শ্বেতার রিল দেখে কেউ প্রশংসা করেছেন। কেউ তাঁর তুলনা করেছেন মাধুরীর সাথে। কিন্তু শ্বেতার নাচ তাঁর নিজস্ব মাধুর্যে ভরপুর।

About Author