Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অন্তরঙ্গ মুহূর্তে যা অবস্থা হয় অভিনেতাদের, বেডরুম দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া

যৌনতা নিয়ে ভারতীয় সভ্যতায় রয়েছে প্রচুর মিথ। তবে সাম্প্রতিক কালে রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনা। এই ফিল্মে তৃপ্তি দিমরি (Tripti Dimri)-র…

Avatar

যৌনতা নিয়ে ভারতীয় সভ্যতায় রয়েছে প্রচুর মিথ। তবে সাম্প্রতিক কালে রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনা। এই ফিল্মে তৃপ্তি দিমরি (Tripti Dimri)-র নগ্ন দৃশ্যে অভিনয় অনেকের পছন্দ হয়নি। এই ধরনের দৃশ্য শুট নিয়ে বিভিন্ন কাহিনী সামনে আসছে। কিন্তু তৃপ্তি যথেষ্ট প্রশংসা করেছেন এই দৃশ্যে তাঁর সহ-অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর। তাঁর সাথে বয়সে অনেকটাই ছোট তৃপ্তি। কিন্তু রণবীর যথেষ্ট সতর্ক ছিলেন তৃপ্তির সাথে এই দৃশ্য গ্রহণের সময়। এমনকি তিনি তৃপ্তিকে বলেন কোনও অস্বস্তি হলে তাঁকে অবশ্যই জানাতে। সম্প্রতি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে মুখ খুলেছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-ও।

তমন্না কোনোদিনই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ নন। কিন্তু নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট স্টোরিজ টু’-তে প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তমন্না। এই ওয়েব সিরিজে বিজয় বর্মা (Vijay Verma)-র বিপরীতে এই ধরনের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। তমন্না জানালেন, অনেকেই মনে করেন, নায়করা রোম‍্যান্টিক দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। তমন্নার মতে, যেসব অভিনেতারা লাজুক ও শান্ত স্বভাবের, তাঁদের রোম‍্যান্টিক দৃশ্যে সংলাপ বলতেও সমস্যা হয়। রোম‍্যান্টিক দৃশ্যটি ফুটিয়ে তুলতেও অসুবিধা বোধ করেন তাঁরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘দ্য লাস্ট স্টোরিজ টু’-তে বিজয়ের সাথে তমন্নার ঘনিষ্ঠ দৃশ্যের রসায়ন দর্শকদের যথেষ্ট মুগ্ধ করেছিল। মূলতঃ এই ওয়েব সিরিজের সেট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। 2023 সালের বর্ষবরণের সময় একটি ক্রুজে পার্টি চলাকালীন তাঁদের ঘনিষ্ঠ চুম্বন ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় নিজেদের সম্পর্কের প্রসঙ্গে মুখ না খুললেও পরবর্তী কালে তাঁদের সম্পর্কে সীলমোহর দিয়েছেন বিজয় ও তমন্না। শোনা যাচ্ছে, চলতি বছর এখনও অবধি তমন্না কোনো প্রোজেক্ট সাইন করেননি। তমন্না ইঙ্গিত দিয়েছেন তাঁর সাথে বিজয়ের আসন্ন বিয়ের। কারণ দুই পরিবারের সদস্যরা আপাতত তমন্না ও বিজয়কে বিয়ের তাড়া দিচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Delhi Times (@delhi.times)

About Author