ইদানিং বিখ্যাত হয়ে ওঠার জন্য নায়িকাদের কারও হাতিয়ার বোল্ডনেস, কারও বা শুধুই অভিনয়। সোফিয়া আনসারি (Sofia Ansari) সাধারণতঃ প্রথম রাস্তাটি বেছে নিয়েছেন। তবে সোফিয়া অভিনেত্রী হিসাবে খারাপ নন। কিন্তু অসাধারণও বলা যায় না তাঁকে। আঠাশ বছর বয়সী সোফিয়া অভিনেত্রী হওয়ার পাশাপাশি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। 1996 সালের 30 শে এপ্রিল গুজরাতের ভাদোদরায় জন্ম হয়েছিল সোফিয়ার। শৈশবের সেখানে কাটালেও পরবর্তীকালে মডেল হিসাবে কেরিয়ার তৈরির জন্য মুম্বইয়ে চলে আসেন তিনি।
পঞ্জাবি মিউজিক ভিডিও ‘বিল্লো’স টাউন’-এর মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সোফিয়া। এছাড়াও টিকটকের মাধ্যমেও বিখ্যাত হয়ে ওঠেন তিনি। তবে পরবর্তীকালে ভারতে ব্যান হয়ে যায় টিকটক। এই ঘটনায় সোফিয়া অত্যন্ত ক্ষুব্ধ হলেও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি। বর্তমানে ইন্সটাগ্রামে সোফিয়ার ফলোয়ারের সংখ্যা নয় মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। অনুরাগীদের সাথে প্রায়ই তিনি শেয়ার করে নেন নিজের ফটোশুট ও রিল। তবে 2022 সালের পয়লা জানুয়ারি সোফিয়া নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন খোলামেলা পোশাকে।
সেই ফটোশুটের ঝলক অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি। ছবিগুলিতে সোফিয়াকে দেখা যাচ্ছে বাথটাবের জলে শরীর ডুবিয়ে বসে থাকতে। তাঁর পরশে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের নটেড ক্রপ টপ। টপের স্লিভ পাফড। টপের ডিপ নেকলাইনের কারণে সোফিয়ার ক্লিভেজ সহ স্তনের অনেকখানি অংশ উন্মুক্ত। নিম্নাংশে রয়েছে কালো রঙের শর্ট। উন্মুক্ত রয়েছে সোফিয়ার নাভিমূল। বাথটাবের জলে তিনি সদ্যস্নাতা। সোফিয়ার ঠোঁট রাঙানো উজ্জ্বল গোলাপি রঙের লিপস্টিকে।
শিমারি আইশ্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। হাতে ধরা রয়েছে পানীয়র গ্লাস। সোফিয়ার এই ছবিগুলিতে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন সানি লিওনি (Sunny Leone) ও উরফি জাভেদ (Urfi Javed)-এর মতো তারকারা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside