Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এমন সাহসী স্টাইল দেখালেন নেহা সিং, একবার ফটো দেখার পরে ভক্তরা সন্তুষ্ট হবেন না

Updated :  Saturday, January 20, 2024 10:15 AM

ইদানিং সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বোল্ড ভিডিওর রমরমা। ইন্সটাগ্রামে প্রায়ই দেখা যাচ্ছে, নিজেদের ডিজিটাল ক্রিয়েটর বলে পরিচয় দেওয়া কিছু মহিলা যথেষ্ট খোলামেলা পোশাকে ভিডিও তৈরি করেন সেগুলি ইন্সটাগ্রামে আপলোড করেন। ভিডিওগুলি যথেষ্ট যৌনত্তেজক। বাদ যাচ্ছেন না শার্লিন চোপড়া (Sharlyn Chopra), পুনম পান্ডে (Poonam Pandey)-রাও। তাঁরা সাধারণতঃ প্রাপ্তবয়স্ক ফিল্মে অভিনয় করেন। তবে তথাকথিত এই ডিজিটাল ক্রিয়েটরদের ইন্সটাগ্রাম ছাড়া আর কোথাও দেখা পাওয়া যায় না। এই তালিকায় রয়েছেন নেহা সিং (Neha Singh)।

নেহাকে অনেকেই গুলিয়ে ফেলেন ভোজপুরি অভিনেত্রী নেহা শ্রী সিং (Neha Shree Singh) ও রাজস্থানি গায়িকা নেহা সিং রাঠোর (Neha Singh Rathore)-এর সাথে। কিন্তু এই নেহা সাধারণতঃ বোল্ড ভিডিও ও ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে নেহার পরনে রয়েছে লাল রঙের বডিস্যুট। বডিস্যুটটি ল্যাটেক্সের তৈরি। ফলে এটি শাইনি। লাল রঙের বডিস্যুটের স্লিভ নুডল প‍্যাটার্নের। এটির নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে নেহার ক্লিভেজ সহ স্তনের অনেকখানি অংশ। এমনকি দৃশ্যমান হচ্ছে তাঁর কালো রঙের অন্তর্বাস।

বডিস্যুটের নেকলাইনে রয়েছে সামান্য ডিটেলিং। এটির কোমরের কাছের কাট আউট ডিজাইনের কারণে নেহার কোমরের কিছু অংশ উন্মুক্ত রয়েছে। লাল রঙের বডিস্যুটের সাথে নেহা টিম আপ করেছেন নীল রঙের ডেনিম ট্রাউজার। ট্রাউজারের সামনের বোতাম ও চেন খোলা রেখেছেন নেহা। উজ্জ্বল মেকআপ করেছেন তিনি। ন্যুড শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নেহার চুল। নেহার ভিডিওর তেমন কিছুই বৈশিষ্ট্য নেই বোল্ডনেস ছাড়া। এই ভিডিওটির ক্যাপশনে আগুনের ইমোজি পোস্ট করেছেন তিনি।