Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নো-মেকআপ লুকেও রাস্তায় রাভিনা ট্যান্ডন, 49 বছর বয়সেও আশ্চর্যজনক দেখাচ্ছে

Updated :  Monday, January 22, 2024 10:45 AM

রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) -কে ঘিরে বর্তমানে স্পটলাইট তৈরি হয়েছে। নব্বইয়ের দশকের নামী নায়িকা বর্তমানে আরও পোড়খাওয়া। অভিনয়ের দ্বিতীয় ইনিংসে একের পর এক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন রবীনা। বদলে গিয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্টও। সব ধরনের পোশাকেই সমান স্বচ্ছন্দ রবীনা। সম্প্রতি মুম্বইয়ের একটি স্টুডিও থেকে বেরোতে দেখা গেল তাঁকে। স্টুডিও থেকে বেরোতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি।

এদিন রবীনার পরনে ছিল সাদা রঙের সোয়েটশার্ট ও কালো রঙের ল্যাটেক্স ট্রাউজার। সোয়েটশার্টটি ফুলস্লিভ। তার সাথে হাই ওয়েস্ট ট্রাউজার টিম আপ করেছেন রবীনা। পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স। কোনো মেকআপ করেননি রবীনা। দুই চোখের কোল ভরেছিলেন কাজলে। ঠোঁট রাঙিয়েছিলেন লিপস্টিকে। চুলে বেঁধেছিলেন বান। স্টুডিও থেকে বেরিয়ে পাপারাৎজিদের সাথে সৌজন্য বিনিময় করে গাড়িতে উঠে যান রবীনা। গাড়ির ভিতর থেকে পাপারাৎজিদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই রবীনার অনুরাগীদের একাংশ ভেসেছেন নস্টালজিয়ায়। অপরদিকে রবীনা অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এর।

এই ওয়েব সিরিজে রবীনাকে দেখা যাবে আধুনিকা নারীর রূপে। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন রবীনা। নিজেকে ভার্সেটাইল ভাবে মেলে ধরতে চান তিনি। ইতিমধ্যেই ‘কর্মা কলিং’-এর টিজারে নজর কেড়েছে রবীনার লুক। অপরদিকে এই ওয়েব সিরিজের প্রেস কনফারেন্সেও অপূর্ব সেজে উপস্থিত হয়েছিলেন রবীনা। ‘কর্মা কলিং’ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রুচি নারায়ণ (Ruchi Narayan)। এই ওয়েব সিরিজটি আগামী 26 শে জানুয়ারি স্ট্রিম হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে।