Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কনকনে ঠাণ্ডাতেও উষ্ণতা ছড়ালেন আম্রপালি দুবে, পাগল হয়ে যাচ্ছেন দর্শকরা

Updated :  Sunday, February 11, 2024 12:26 PM

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী আম্রপালি দুবে বরাবরই কোনও না কোনও কারণে লাইমলাইটে থাকেন। ইউটিউব কুইন আম্রপালির আজকের দিনে কোনো স্বীকৃতির প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী।

অভিনেত্রী তার প্রিয়জনদের জন্য ইউটিউবে ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন। এরই মধ্যে আম্রপালির একটি পুরনো ও অতি রোমান্টিক ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে আম্রপালিকে রোম্যান্সের সমস্ত সীমা অতিক্রম করতে দেখা যাচ্ছে। ভোজপুরী সিনে দুনিয়ার জনপ্রিয় অভিনেতা দীনেশ লাল যাদবের সঙ্গে বরাবরই দেখা গিয়েছে আম্রপালিকে, এবার তাঁর ভাই পরবেশ লাল যাদবের সঙ্গে রোমান্স করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে তাদের দুজনের অসাধারণ রসায়ন। আম্রপালি দুবে এমন কয়েকজন ভোজপুরী সুপারস্টারের মধ্যে একজন যিনি ছবিটি বা গানটিকে নিজের মতো করে হিট করার ক্ষমতা রাখেন। আম্রপালি ও পরবেশ লাল যাদবের ওপর চিত্রায়িত ‘অ্যায় হো পিয়া’ গানটি আবারও ইউটিউবে কাঁপতে দেখা গেছে। গানটিতে দেখা যায়, আম্রপালিকে পরবেশ লাল যাদবের গালে চুমু খেতে দেখা যাচ্ছে।

গানটিতে আম্রপালি ও পারবেশকে খুব ভালো লাগছে। এই গানে অভিনেত্রী পরেছেন সাদা চোলি ও লেহেঙ্গা। অভিনেত্রীকে দেখতে খুব সুন্দর লাগছে। নিরাহুয়া মিউজিক ওয়ার্ল্ড নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়েছে। গানটি লাখ লাখ ভিউ পেয়েছে। অনেকে মন্তব্য ও প্রশংসাও করছেন তাদের জুটির প্রশংসা।