Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মালিক পালিয়ে যেতেই বাড়ির মহিলার সঙ্গে যা করল চাকর…. দেখুন এই শর্টফিল্মটি।

বর্তমানে মানুষ বিনোদন ছাড়া এক পাও চলতে পারেন না। প্রত্যেকদিনের কর্মব্যস্ততার মাঝে মানুষ হাঁফ ছেড়ে বাঁচার কিছু মাধ্যম খোঁজেন যার মধ্যে অন্যতম একটি বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হল বিনোদন। কোভিড…

Avatar

বর্তমানে মানুষ বিনোদন ছাড়া এক পাও চলতে পারেন না। প্রত্যেকদিনের কর্মব্যস্ততার মাঝে মানুষ হাঁফ ছেড়ে বাঁচার কিছু মাধ্যম খোঁজেন যার মধ্যে অন্যতম একটি বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হল বিনোদন।

কোভিড মহামারির সময় থেকেই মানুষকে যেন চারিদিক থেকে আষ্টে স্পৃষ্টে জড়িয়ে নিয়েছে। মহামারি সকলকে বাড়ির ভিতরে থাকতে এবং বিঞ্জ-ওয়াচ জিনিসপত্র দেখতে বাধ্য করে। টিভির পাশাপাশি এই কোভিডের সময় একটা জিনিসের রমরমা চোখে পড়ার মতো ছিল। আর সেটি হল ওটিটি প্ল্যাটফর্মগুলির রমরমা। এখন যত সময় এগোচ্ছে ততই OTT-র রমারমা বাড়ছে। এই ওটিটি যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে যেমন মেইন স্ট্রিমের শো সম্প্রচার হচ্ছে আবার তেমনই একদিকে একটু বোল্ড শো-এরও দেখা মিলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্ট্রিমিং শো এবং সিনেমাগুলি দেখে বিরক্ত হয়ে গিয়ে থাকেন তবে ইউটিউবে কিছু শর্ট ফিল্ম দেখার সময় এসে গিয়েছে। আপনিও কি একটু অল্প সময়ের মধ্যে বোল্ড দৃশ্যযুক্ত শর্ট ফিল্ম দেখতে চান? তাহলে আপনাকে যেতে হবে ইউটিউবে।

সম্প্রতি একটি দুর্দান্ত শর্টফিল্ম এনে সকলকে চমকে দিয়েছে Shemaroo TV। এই শর্ট ফিল্মের কিছু দৃশ্য সব সীমানা অতিক্রম করে দিয়েছে। জানলে অবাক হবেন, ইতিমধ্যে সাত লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। এই ভিডিওতে চোখ রাখলে প্রথমেই দেখতে পাবেন, একজন স্বামীকে দেখা যাচ্ছে সন্দেহ করতে। আর এভাবেই তাদের ঝগড়া চরমে পৌঁছায় এবং তার স্বামী রাগে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এদিকে এই সুযোগে ক্রন্দনরত ওই মহিলাকে মদ খায়িয়ে তার বাড়ির চাকর কুকর্মে লিপ্ত হয় তার সাথে। কিন্তু ওই চাকরের স্ত্রী সবটা দেখে ফেলে। সে মালিককে সব জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার সঙ্গে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি…

About Author