স্বপ্না চৌধুরীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন গোরি! তাঁর নাচ সকলের বুকে ঝড় তুলেছে

হরিয়ানভি নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরীর ফ্যান ফলোয়িং হাজারে নয়, লাখে। স্বপ্না চৌধুরী মঞ্চে উঠলে সকলের মধ্যে একটি আলাদাই উত্তেজনা কাজ করে। এদিকে স্বপ্নাও সবার মন জয় করতে কাজ করছেন।…

Avatar

হরিয়ানভি নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরীর ফ্যান ফলোয়িং হাজারে নয়, লাখে। স্বপ্না চৌধুরী মঞ্চে উঠলে সকলের মধ্যে একটি আলাদাই উত্তেজনা কাজ করে। এদিকে স্বপ্নাও সবার মন জয় করতে কাজ করছেন। তবে স্বপ্না চৌধুরী ছাড়াও এমন অনেক রানী আছেন যারা সবাইকে ভাবতে বাধ্য করছেন।

আমরা এমন একজন নৃত্যশিল্পী এবং গায়কের কথা বলতে যাচ্ছি যিনি মানুষের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন। আপনি যদি তাঁর ইউটিউব ভিডিওগুলি এতদিনেও না দেখে থাকেন তাহলে আপনি সত্যিই কিছুই দেখেননি। আমরা গোরি নাগোরির কথা বলছি, যার প্রচুর ভক্ত রয়েছে। গোরি নাগোরির ভক্ত লক্ষাধিক। পুরুষদের বুকে তিনি প্রতিনিয়ত ঝড় তুলেই চলেছে। তরুণদের পাশাপাশি গোরির কর্মকাণ্ড বয়স্কদেরও মন জয় করছে।

এরই মধ্যে তার আরেকটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আপনিও দর্য্যে নিতে পারেন। ভিডিওটি দেখলে দেখবেন গোরি নাগোরির ভক্তরা কীভাবে পাগল হয়ে উঠেছেন তাঁর জন্য। গোরির ভিডিওগুলি দেখলে আপনারও মন পিছলে যাবে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আপনি সত্যিই কিছুই দেখেননি।

গোরি নাগোরির কোমর দোলানো সবাইকে পাগল করে তুলছে। তাঁর ভিডিও মানুষের মন জয় করছে। গোরি নাগোরি সেক্সি অভিনয় দিয়ে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন। হরিয়ানভি ইন্ডাস্ট্রিতে সেক্সি ঠুমকা দিয়ে স্বপ্না চৌধুরীকে ব্যর্থ করা গোরি নাগোরির বিন্দাস ঠুমকা সবার মন জয় করে নিয়েছে বলে মনে হচ্ছে। তাঁর নাচ মানুষকে অবাক করার জন্য যথেষ্ট। টাইট স্যুটে গোরি নাগোরিকে একেবারে দারুণ মোহময়ী লাগছে, যা সবার মন ও মনকে পিছলে দিচ্ছে।

হরিয়ানভি দুনিয়া থেকে দূরে সরে গিয়ে বিগ বসের মঞ্চে গণ্ডগোল পাকানোর কাজও করেছেন গোরি নাগোরি। বিগ বসের মঞ্চে আসার পর থেকেই তার ভক্তরা পাগল হয়ে গেছেন, যা সবাইকে অবাক করে দিয়েছে।

About Author