Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: মাঝরাতে নিরাহুয়ার সঙ্গে দুষ্টুমি করছেন আম্রপালি, রইল ভিডিও

Updated :  Saturday, February 17, 2024 10:15 AM

ভোজপুরি সিনেমার সবচেয়ে সুপারহিট জুটি দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবে। এই জুটি দর্শকদের খুব মনে ধরেছে বছরের পর বছর ধরে। নিরাহুয়া ও আম্রপালি দুবে যখনই পর্দায় একসঙ্গে হাজির হন, তখনই হইচই পড়ে যায়।

দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবে ভোজপুরি দর্শকদের দ্বারা পছন্দ করা অন্যতম সেরা জুটি। এই জুটিকে একসঙ্গে দেখতে বরাবরই মরিয়া থাকেন ভক্তরা। নির্হুয়া এবং আম্রপালি দুবে একসাথে ভোজপুরি ইন্ডাস্ট্রিকে একাধিক সিনেমা উপহার দিয়েছেন। এই জুটিকে একসঙ্গে দেখতে বরাবরই মরিয়া থাকেন ভক্তরা। নিরাহুয়া এবং আম্রপালি বাস্তব জীবনেও একে অপরের খুব ঘনিষ্ঠ। দু’জনেই একে অপরের সাথে খুব ভাল সম্পর্ক ভাগ করে নেন।

দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবের সুপারহিট ছবি ‘নিহুয়া হিন্দুস্তানি’-র সুপারহিট গান ‘হামরা চোলিয়া মে গাইল বা সামাই’ ফের সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। এই গানের ভিডিওতে সবুজ রঙের শাড়িতে আম্রপালিকে খুব সুন্দর দেখাচ্ছে। গানে দীনেশ লাল যাদব ও আম্রপালির রোমান্স দেখে আপনিও পাগল হয়ে যাবেন। এই সুপার রোমান্টিক দম্পতির এই ভোজপুরি গান ‘হামরা চোলিয়া মে গাইল বা সামাই’ আবারও ইউটিউবে ট্রেন্ডিং হয়েছে।

গানের ভিডিওতে তাদের দুজনের রসায়ন বেশ ভালো লেগেছে। বিআইপিএলের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সুপারহিট গান ‘হামরা চোলিয়া মে গাইল বা সামাই’। এই গানের ভিডিওতে দেখা যায়, মাঝরাতে অভিনেতা নিরাহুয়ার সঙ্গে একটু দুষ্টুমি একটু ঘনিষ্ঠ হচ্ছেন আম্রপালি। ভিডিওতে দেখা যায়, আম্রপালির শরীরে হঠাৎই একটি পোকা ঢুকে যায়, যার পরেই মন খারাপ হয়ে যায় অভিনেত্রীর। এই গানটা খুব মজার।