Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: মাঠে সুযোগ পেয়ে প্রকাশ্যে চুমু নিরহুয়া-আম্রপালির, রোমান্স দেখে ঘাম বেড়িয়ে যায়

Updated :  Tuesday, March 19, 2024 2:53 PM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়। প্রায় ৭০ টি সিনেমাতে একসাথে কাজ করেছেন এই জুটি।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। তবে এই মিউজিক ভিডিওতে রয়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসাও। গানের নাম, ‘মাথা ফেল হো গেল‘। এই ভিডিওতে নিরাহুয়া দুই সুন্দরীর সাথে ব্যাপক রোম্যান্স করেছেন। আসলে গানের শেষে দেখা যাবে দীনেশ লাল যাদব বিভ্রান্ত হয়ে পরেছেন যে তিনি কার সাথে রোম্যান্স করবেন। একটা জায়গায় দেখা গেছে আম্রপালিকে মাটিতে শুইয়ে গা লে প্রচণ্ড কামড় দিয়েছেন নিরাহুয়া। এই গানটি করেছেন কল্পনা, খুশবু জৈন, আলোক কুমার। এই ভিডিও এখনও অব্দি ৭২ মিলিয়ন ভিউ পেয়েছে। আপনি ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন এই ভিডিও।