বর্তমানে উল্লু অ্যাপ্লিকেশনটি একটি জনপ্রিয় ওয়েব মিডিয়া প্লাটফর্ম হয়ে উঠেছে ভারতে। এই প্লাটফর্মে আপনারা সেরা সেরা ওয়েব সিরিজ এবং নানা রকমের কনটেন্ট দেখতে পান। সাহসিকতায় ভরা চমৎকার কিছু ওয়েব সিরিজ রয়েছে এই প্লাটফর্মে। যেকোনো বয়সের মানুষের জন্য এখন উল্লু অত্যন্ত আকর্ষণীয় একটি প্ল্যাটফর্ম। এই সমস্ত কিছু ওয়েব সিরিজ দেখলে আপনিও হয়তো পাগল হয়ে যাবেন। এই ওয়েব প্ল্যাটফর্মের এরকম একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি।
এই নতুন ওয়েব সিরিজটির নাম হল ‘চাউল হাউজ ২‘। বর্তমানে এই ওয়েব সিরিজটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সকল মানুষের কাছে। এই ওয়েব সিরিজটিতে স্নেহা পল প্রধান ভূমিকায় অভিনয় করছেন এবং তাঁরা এমন কিছু সাহসী দৃশ্য দিয়েছেন যে তা দেখলে আপনারা একেবারে পাগল হয়ে উঠবেন। এই ওয়েব সিরিজে নিজের সাহসিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই সমস্ত দৃশ্য দেখে এই নতুন ওয়েব সিরিজ দেখার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন।
গল্পের ব্যাপারে বলতে গেলে এই গল্পটির তৈরি করা হয়েছে ইরোটিক রোম্যান্সের ওপর। গল্পে রেনুর সাথে কাটানো মুহূর্তগুলোর কিছুতেই ভুলতে পারছেন না রোহিত। তারপর রোহিত অপেক্ষা করতে থাকে তার মনের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য। তারপর সেই অপেক্ষার দিন একদিন শেষ হয় তার স্বপ্নের রানী তার গ্রামের বাড়িতে আসে। আর তারপরেই তাদের মধ্যে চলতে থাকে একটা পরকীয়া সম্পর্ক। এই ওয়েব সিরিজে মুহূর্তে মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য। এমন দৃশ্য দেখে আপনি আপনার উত্তেজনা ধরে রাখতে পারবেন না। এই ওয়েব সিরিজের ট্রেলার দেখতে চাইলে এখানেই দেখে নিন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside