Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: ‘খাটিয়া সে খাটিয়া’ গানে আম্রপালীর সঙ্গে নিরহুয়া সব সীমা ছাড়িয়ে গেল, ভিডিও দেখে ভক্তরা পাগল

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেতা অভিনেত্রী জুটি রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো আম্রপালি দুবে এবং নিরাহুয়া। তাদের দুজনের সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি…

Avatar

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেতা অভিনেত্রী জুটি রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো আম্রপালি দুবে এবং নিরাহুয়া। তাদের দুজনের সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি দুনিয়ায় তার একটা বিশাল বড় ফ্যানবেস রয়েছে। তাদের দুজনের রোমান্টিক অভিনয় সবাই দেখতে অত্যন্ত পছন্দ করেন। দুটি হিসেবে তারা সব থেকে হিট। ভোজপুরি সিনেমা জগতে আরো অনেক তারকা থাকলেও এই জুটির থেকে বেশি জনপ্রিয় কোন জুটি হয়নি। এই মুহূর্তে নিরাহুয়া শুধুমাত্র একজন অভিনেতা নন তার সাথে তিনি একজন জনপ্রতিনিধিও বটে। অন্যদিকে ইউটিউবে নিজের চ্যানেলের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন আমরুপালি দুবে। সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল।

এমনিতেই তারা জুটি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি আরো বেশি হিট। সম্প্রতি এবার এই জনপ্রিয় জুটিকে দেখা গেল চরম রোমান্স পর্দায় ফুটিয়ে তুলতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাদের দুজনের অভিনীত একটি সিনেমার কিছু দৃশ্য। ‘বাম বাম বোল রাহা হে কাশী’ ছবির একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে ‘খাটিয়া সে খাটিয়া’ গানের তালে চরম পারফরম্যান্স করেছেন তারা। তাদের মিষ্টি খুনসুটি এবং ভরপুর রোমান্সের এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে হয়ে গিয়েছে বেশ ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই দৃশ্যে দেখা যায় গানের শুরুতে তারা আলাদা আলাদা খাটিয়াতে শুয়েছিলেন। তবে পরবর্তীতে তারা দুজন একেবারে একে অপরের সঙ্গে মিশে গিয়েছেন। তাদের দুজনের এই দুর্বার রোম্যান্স বেশ পছন্দ হয়েছে সকলের। রসে পরিপূর্ণ এই ভিডিওটি ইউটিউবে আপনি দেখতে পাবেন। টি সিরিজ ভোজপুরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। গানের তালে দুজনের নাচ তো আছেই, তার সাথেও যেটা বেশি করে দর্শকদের চোখ টেনেছে সেটা হল তাদের দুজনের অনস্ক্রিন রোমান্স।

নায়িকার সাথে নায়কের শরীরী রোম্যান্স থেকে শুরু করে নায়িকার বোল্ড অবতার, সবকিছুই উপভোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে। প্রায় ছয় বছর আগে মুক্তি পেলেও এই ভিডিওটি নতুন করে শিরোনামে এসেছে এই অভিনেতা-অভিনেত্রীর রোমান্সের কারণে। জানিয়ে রাখি এই গানটি একসাথে গেয়েছেন নিরাহুয়া এবং প্রিয়া সিং। এখনো পর্যন্ত ১১ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছেই। তাই আপনিও আর অপেক্ষা না করে দেখে নিন এই ভিডিওটি।

About Author