Bhojpuri Video: যশ কুমারের সঙ্গে ভরপুর রোম্যান্সে মাতলেন অঞ্জনা, দেখুন ভিডিও

আপনি কি ভোজপুরি সিনেমার সুন্দরী অভিনেত্রীদের ভক্ত? তাহলে এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ কথা হবে ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিংকে নিয়ে। তিনি বরাবরই নিজের অভিনয়, নাচের ভিদিও-র দরুণ খবরে…

Avatar

আপনি কি ভোজপুরি সিনেমার সুন্দরী অভিনেত্রীদের ভক্ত? তাহলে এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ কথা হবে ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিংকে নিয়ে। তিনি বরাবরই নিজের অভিনয়, নাচের ভিদিও-র দরুণ খবরে উঠে আসেন।

তেমনই আজকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। অঞ্জনা সিং এবং যশ কুমারের রোমান্টিক গান ‘দেহিয়া সামিজ রোজ ফেরে’ ইন্টারনেটে তীব্র আলোড়ন সৃষ্টি করছে। এই গানে অঞ্জনা সিংকে সুপারস্টার যশ কুমারের সঙ্গে রোমান্স করতে দেখা যাচ্ছে। দুজনের রসায়ন অসাধারণ লাগছে দর্শকদের। গানে দুজনেই রোম্যান্সের সব সীমা অতিক্রম করেছেন। তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভক্তদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। গানের ভিডিওতে দুজনের মধ্যে একটি নাচ, রোম্যান্স ভরপুর যা ভক্তরা খুব পছন্দ করেন। এই রোমান্টিক গানের ভিডিওটি এখনও পর্যন্ত ২,৩৭৬,২০৪ বার দেখা হয়েছে। এছাড়াও গানটির ভিডিওতে আসছে লাখ লাখ লাইক ও কমেন্ট।

গানটি গেয়েছেন যশ কুমার ও ইন্দু সোনালি। গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি। অঞ্জনা সিং ও যশ কুমারের এই রোম্যান্টিক গানটি তাদের ‘নাগরাজ’ ছবির। দেখে নিন ভিডিওটি…