বিনোদনভাইরাল & ভিডিও

Gori Nagori: ‘লাল্লা-লাল্লা লরি’ গানে কুর্তি তুলে নাচলেন গোরি নাগরী, ভাইরাল হয়েছে এই ভিডিও

গোরি নাগোরির এমন একজন সাহসী নিত্য শিল্পী, যিনি হরিয়ানভি মঞ্চে নাচের মাধ্যমে নিজের চিহ্ন তৈরি করেছেন।

Advertisement

হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র অধিপত্য বিস্তার করে রয়েছেন নৃত্যশিল্পী গোরি নাগরী। মূলত খোলা স্টেজে তিনি চরম সাহসিকতা দেখিয়ে সবার মন জয় করেছেন। আপনারা জানলে অবাক হবেন, গোরি নাগরী এমন একজন সাহসী ডান্সার, যিনি নিজের ভক্তের মনোবাসনা পূর্ণ করতে কখনও দ্বিধাবোধ করেন না। মূলত, স্বপ্না চৌধুরীর পর হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে তাকেই সবচেয়ে সাহসী নৃত্য শিল্পী মনে করা হয়।

গোরি নাগোরির এমন একজন সাহসী নিত্য শিল্পী, যিনি হরিয়ানভি মঞ্চে নাচের মাধ্যমে নিজের চিহ্ন তৈরি করেছেন।গোরি নাগরীর পরিচয় এমন যে, তার পরিচয় আলাদাভাবে বলে দিতে হয় না। হরিয়ানভি নৃত্যশিল্পী এবং গায়িকা গোরি নাগোরি তার দুর্দান্ত নাচের চাল নিয়ে সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে বাধ্য করেছে। তার একাধিক ভিডিও ইতিমধ্যে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। মূলত তার সেক্সি ডান্স স্টেপ এবং মায়াবী রূপ, দর্শকের ঘায়েল করতে হাতিয়ার হিসেবে কাজ করে।

সম্প্রতি গোরি নাগরীর একটি স্টেজ ফাংশনের ভিডিও শেয়ার করা হয়েছে ইউটিউবে। যেখানে তাকে সাহসী ডান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের উত্তপ্ত করতে দেখা গেছে। শুধু তাই নয়, ভিডিওটিতে দেখা যাচ্ছে গোরি নাগরী ‘লাল্লা লাল্লা লরি’ গানে সাহসী ডান্সের মধ্যে খোলা স্টেজে নিজের কুর্তি উঁচু করছেন । যা ইতিমধ্যে ঘাম ঝরাচ্ছে বৃদ্ধদেরও। এমনকি গোরি নাগরীর রুপ দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন অনেকেই। দেখুন ভাইরাল ভিডিও-

Related Articles

Back to top button