Bhojpuri Song: সকলকে অবাক করছে মাহি শ্রীবাস্তবের নতুন গান, ভিডিওটি ইউটিউবে তোলপাড় সৃষ্টি করেছে

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই…

Avatar

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

এবার ইন্টারনেট দুনিয়াতে এখন ব্যাপক চর্চায় রয়েছে একটি নতুন ভোজপুরি মিউজিক ভিডিও। এটি প্রকাশ হওয়ার পর থেকে প্রচুর মানুষ দেখেছেন। এই ভিডিওতে দেখা গেছে বহু পরিচিত মাহি শ্রীবাস্তব ও শিল্পী রাজের জুটিকে। একদিকে মাহি গোল্ডি জয়সওয়ালের সাথে স্ক্রিন সামলেছেন। আরেকদিকে এবার শিল্পী রাজের সাথে গলা মিলিয়েছেন বলভীর সিং। তাঁদের মনমাতানো কণ্ঠে এই মিউজিক ভিডিও মনোরম অ্যাকশনের জাদু তৈরি করেছে ফ্যানদের মনে।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর নাম, ‘ভেপার বড় জানি হেপার‘। গানটি দুবাইতে শুট করা হয়েছে। আজকাল বিদেশের সিনে ভোজপুরি গান দেখে ব্যাপক খুশি ফ্যানরা। মাহি শ্রীবাস্তব একটি কালো গাউন পরেছিলেন, যাতে তাঁকে খুবই সুন্দরী লাগছিল। তাঁর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেছেন সকলেই। ‘ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরী’ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন। আবার অনেকে লাইক ও কমেন্ট করে প্রশংসা এর বন্যা বইয়ে দিয়েছেন। ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author