ভাইরাল & ভিডিও

Viral Video: বাজারে এসে গেল ডিজেলে ভাজা পরোটা, দেখে অবাক নেটিজেনরা

"অবশেষে ক্যান্সারের মহা-ঔষধ আবিষ্কার হয়ে গেল"।

Advertisement

সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের বলি, সোশ্যাল মিডিয়ার সৌন্দর্যে বিগত কয়েক বছরে ভাইরাল হয়েছেন একাধিক সাধারণ মানুষ। রানু মন্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর, প্রত্যেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা নিজেদের কর্মকাণ্ডের জন্য বর্তমানে পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে।

তবে বাকি সবাইকে পেছনে ফেলে রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন এক পথ-দোকানদার। নিজের অবাস্তব আবিষ্কারের মাধ্যমে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন। কয়েকদিন আগে এক ফুড ব্লগার নিজের কনটেন্ট বানাতে গিয়ে বিরল একটি খাদ্য আবিষ্কার করেন। যা বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রেমীদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরোটা খেয়েছেন। আলুর পরোটা থেকে শুরু করে মটর শুটির, সব কিছুর স্বাদ আস্বাদন করেছেন। তবে কখনো কি ডিজেলে ভাজা টেস্টি পরোটা খেয়েছেন? এবার এই অসম্ভবকে সম্ভব করেছে এক পথ দোকানদার। যার ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ফুড ব্লগারের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে পরোটা তৈরি করছেন একজন দোকানদার। যিনি দাবি করছেন, বিগত ৩৫ বছর ধরে ডিজেল দিয়ে পরোটা তৈরি করছেন তিনি। আর এই পরোটা খাচ্ছেন হাজার হাজার মানুষ। তিনি বলেন, প্রতিদিন কয়েকশ মানুষ খেতে আসে তার এই পরোটা। তবে যদি ডিজেলের ভাজা পরোটা নিয়ে কারোর কোন আপত্তি থাকে তবে তিনি থানায় অভিযোগ করতে পারেন। তবে এই ভিডিওটি এক্স-হ্যান্ডেলে দেখার পর অনেকেই দাবি করছেন,”অবশেষে ক্যান্সারের মহা-ঔষধ আবিষ্কার হয়ে গেল”।

Related Articles

Back to top button