Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urvashi Rautela: পরনে ডিজাইনার শাড়ি, মিষ্টি কায়দায় হেসে পোজ উর্বশী রাউতেলার, নেটিজেনরা বলছেন, ‘ওয়াইফ ম্যাটেরিয়াল!‘

Updated :  Saturday, July 27, 2024 7:40 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা মোটামুটি সব সময় তাদের ফ্যানেদের নজরেই থাকেন। প্রফেশনাল লাইফ ছাড়াও ব্যক্তিগত জীবনে কোন তারকা কেমন দিন কাটাচ্ছেন সেই সমস্ত খবর থাকে অনুরাগীদের কাছে। অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তারকারাও তাদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মকাণ্ডের ছবি বা ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় পোস্ট করে থাকেন। এই বলি জগতের এক অন্যতম জনপ্রিয় তারকা হলেন উর্বশী রাউতেলা। তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা হয়তো হাতেগোনা।

উর্বশী রাউতেলার পরিচয়

প্রথমে মডেল ও মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। বড়স্ক্রিন হোক কি সোশ্যাল মিডিয়ার জন্য, তিনি মাঝে মাঝেই খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে চলে আসেন। প্রায়শই তিনি বোল্ড ফটোশুট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দেন। তাঁর মায়াবী শরীরী ভাঁজের ফাঁদে নিজের মন দিয়েছেন লাখ লাখ পুরুষ অনুরাগী। তাঁর ফটোশুটের মাধ্যমেই তিনি দিনে দুপুরে ভক্তদের হার্টবিট বাড়িয়ে দেন। তবে এবার পাপ্পারাজীদের সম্মুখীন হয়ে বোল্ড কায়দায় পোজ দিয়ে ছবি তুলছেন তিনি।

ভাইরাল ভিডিওর বিবরণ

আসলে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে যে উর্বশী রাউতেলা পাপ্পারাজীদের সম্মুখীন হয়ে মিষ্টি হেসে পোজ দিচ্ছেন। তাঁর পরনে রয়েছে নীল রঙের ডিজাইনার শাড়ি ও ডিপনেক ব্লাউজ। তাঁকে দেখতে যে খুবই সুন্দরী লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর এই লুক দেখে ফিদা হয়ে গেছেন নেট নাগরিকরা। ভিডিওটি ইন্টারনেটে আসতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজেনরা। ভিডিওতে কেউ বলেছেন, ‘ওয়ার্ল্ড বেস্ট অ্যাঞ্জেল।‘ আবার কেউ বলেছেন, ‘ওয়াউ সো বিউটিফুল।‘ আবার একজন এও বলেছেন, ‘ওয়াইফ ম্যাটেরিয়াল‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।