Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: সবুজ প্রকৃতিতে লতা মঙ্গেশকরের গানে যুবতীর মনোমুগ্ধকর নাচ, সবাই বললেন, ‘সো বিউটিফুল!’

Updated :  Sunday, July 28, 2024 9:33 AM

ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকারাও এই সোশ্যাল মিডিয়া বহুল পরিমাণে ব্যবহার করে থাকে।

আজকালকার রিল ভিডিওর ট্রেন্ড

তারকারা তাদের দৈনন্দিন জীবনের হিসাব সর্বদায় তাদের অনুরাগীদের দিতে পছন্দ করেন। তাই তারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোশুট এর ছবি এবং রিল ভিডিও পোস্ট করেন। এখন তো অনেকে আবার দৈনন্দিন জীবনের আপডেট দেওয়ার জন্য বিভিন্ন স্টোরি দিয়ে থাকেন। এই তারকামন্ডলীর তালিকায় নতুন করে নাম লেখাচ্ছেন অত্যন্ত সুন্দরী কয়েকজন রিল অভিনেত্রী। এখন ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল এক রিল স্টার এর একটি মিষ্টি ডান্স পারফরম্যান্স।

ভাইরাল রিল ভিডিওর বিবরণ

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে একজন কমবয়সী যুবতী ইন্টারনেট দুনিয়াতে লতা মঙ্গেশকর এর গানে তুমুল নাচ করছেন। সে সবুজ প্রকৃতির মাঝে নাচ করে এই রিল ভিডিও বানিয়েছেন। তাঁর পরনে রয়েছে পিঙ্ক রংয়ের শাড়ি ও ব্লাউজ। শাড়িতে যুবতীকে যে ব্যাপক সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। গানের তালে কার্ভি ফিগার দেখিয়ে উদ্দাম কায়দায় নাচ করেছেন ওই যুবতী। নাচের মাঝে তাঁর বোল্ড এক্সপ্রেশন দেখে লজ্জা পাবেন আপনিও। আপনাদের জানিয়ে রাখি যে এই যুবতীর নাম রাশি শিন্দে। ৬৫ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। অনেকে আবার কমেন্ট করে সৌন্দর্যের প্রশংসা করে বলেছেন, ‘সো বিউটিফুল‘। আবার কেউ বলেছেন, ‘ভেরী কিউট‘। আপনি এই রিল ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।