Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dance Video: খেসারি লাল যাদবের গানে নাচ করে ভাইরাল এই যুবতী, ভক্তরা বললেন সুপার সে ভি উপর

আজকালকার দিনে মাচা অনুষ্ঠানের জনপ্রিয়তা একেবারেই আকাশছোঁয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিভিন্ন শো ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বহু মানুষজন মজা করে এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে…

Avatar

আজকালকার দিনে মাচা অনুষ্ঠানের জনপ্রিয়তা একেবারেই আকাশছোঁয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিভিন্ন শো ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বহু মানুষজন মজা করে এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে এখন মাচা অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং মাচা শিল্পীরা এখন নিজেদের শিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছেন। তাদের নাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করেন সেই অনুষ্ঠানের মঞ্চে। সম্প্রতি একটি নতুন মাচা শিল্পীর ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। এই শিল্পীর নাম হলো এঞ্জেল লিজা এবং তিনি এখন সোশ্যাল মিডিয়াতে একজন রীতিমতো সেন্সেশন হয়ে উঠেছেন নিজের নাচের দৌলাতে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল ভিডিও

বর্তমানে instagram এ এই মাচাশিল্পীর একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে রংবেরঙের একটা পোশাকে মঞ্চের উপর দাঁড়িয়ে নাচ করতে। এই ধরনের শিল্পীরা মূলত ভোজপুরি গানে নাচ করে থাকেন। বিহার এবং উত্তর প্রদেশের গ্রামের দিকে এই ধরনের মাচা শো বেশি জনপ্রিয়। স্বভাবতই, বিহারের এই শিল্পীও দারুন জনপ্রিয়তা পেয়েছেন নিজের এলাকায়। শুধু নিজের এলাকায় বললে ভুল হবে সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের জলওয়া দেখিয়েছেন। এই নাচের ভিডিও তে তিনি ভোজপুরী সুপারস্টার খেসারি লাল যাদবের সাইয়া জি সবর করি গানের সাথে করেছেন নাচ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভক্তদের বেশ পছন্দ হয়েছে ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এবং বর্তমানে প্রায় ৩৩ হাজার জন মানুষ এই ভিডিওতে লাইক দিয়েছেন। ভক্তরা কমেন্ট করে ভরিয়েছেন কমেন্ট বক্স। অনেকে বলেছেন একেবারেই বাওয়াল নাচ। আবার অনেকেই বলেছেন সুপার সে ভি উপর। সোশ্যাল মিডিয়ায় এখন এই নাচের ভিডিও বেশ ভাইরাল। আপনারা যদি এখনো এই নাচের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

About Author