Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BHOJPURI: পবনের উষ্ণ ছোঁয়া পেতেই নিরাহুয়াকে ভুলে গেলেন আম্রপালী, ভিডিওটি বাচ্চাদের সামনে দেখবেন না

Updated :  Friday, August 9, 2024 8:59 PM

আজকালের যুগে ইন্টারনেটের জমানায় বিনোদনের কথা বললে সবার প্রথমেই চলে আসে ইউটিউবের নাম। আর ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিওর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এক সময় বলিউডের একচ্ছত্র রাজত্ব থাকলেও এখন ভোজপুরি সিনেমা দর্শকদের মন জয় করে নিচ্ছে। ভোজপুরি সিনেমার দুই জনপ্রিয় তারকা হলেন পবন সিং এবং আম্রপালি দুবে। তাদের জুটির রসায়ন দর্শকদের বারবার মুগ্ধ করে। তাদের অভিনয় এবং নাচের যোগসূত্রে ভোজপুরি সিনেমা নতুন উচ্চতায় পৌঁছেছে।

ইন্টারনেটে ঝড় তুলেছে ‘এ সোনা’ গানের ভিডিও

পবন সিং এবং আম্রপালি দুবের অভিনীত ‘এ সোনা’ গানের ভিডিও ইউটিউবে ঝড় তুলেছে। এই গানটি ‘শের সিং’ সিনেমার। গানের তালে তালে পবন সিং এবং আম্রপালি দুবের রসায়ন এতটাই জমে উঠেছে যে দর্শকরা মুগ্ধ হয়ে গেছেন। আম্রপালি দুবের বোল্ড লুক এবং নাচের ধাঁচ দর্শকদের মন কাড়ার মতো।

২০ মিলিয়ন দর্শক দেখলেন ভিডিও

মাত্র তিন বছর আগে আপলোড হওয়া এই ভিডিওটি এখনও পর্যন্ত ২০ মিলিয়ন মানুষ দেখেছেন। এই ভিডিওটির জনপ্রিয়তার কারণ হল পবন সিং এবং আম্রপালি দুবের অভিনয়, গানের সুর এবং ভিডিওর গুণমান। পবন সিং এবং আম্রপালি দুবের মতো তারকাদের কারণে ভোজপুরি সিনেমা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ভবিষ্যতে ভোজপুরি সিনেমা আরো বেশি সাফল্য অর্জন করবে বলে আশা করা যায়।