চেন্নাই এর চিপকে প্রথম একদিনের ম্যাচে ভারতকে আট উইকেটে পর্যদুস্ত করে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। চিপকের মন্থর পিচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে ভারত। শ্রেয়স আইয়ারের ৭০ এবং রিষভ পন্থের ৭১ রানের ভিত্তিতে ভারত ২৮৭ রানে পৌঁছতে সক্ষম হয়।
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার সুনিল আমব্রিস কে শুরুতে হারালেও শাই হোপ এবং সিমরন হেটমায়ার জুটি রানের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। দুজনেই অনবদ্য ব্যাটিং প্রদর্শন করে শতরান পূর্ণ করেন। ১৩৯ রান করে হেটমায়ার আউট হলেও শেষ পর্যন্ত ১০২ রান করে অপরাজিত থাকেন শাই হোপ। ১৩ বল বাকি থাকতে থাকতেই ২ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।
আরও পড়ুন : ওডিআই তে প্রথম অর্ধশতরান রিষভের
তিনটি বিভাগেই ভারতীয়দের প্রদর্শন আশানুরূপ ছিল না। দুই ভারতীয় পেস বোলার দীপক চাহার ও মহম্মদ শামির বোলিং প্রদর্শন আশানুরূপ হলেও স্পিনাররা তাদের পারফরম্যান্স সেভাবে দেখাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া দুটি উইকেট দুই পেসার ভাগ করে নিয়েছেন স্পিনাররা কোন উইকেট তুলতে পারেননি।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside