ভাইরাল & ভিডিওবিনোদনভোজপুরি

Bhojpuri Video: মেরুন শাড়িতে মাঠের মাঝে আম্রপালির রূপে মুগ্ধ নিরাহুয়া, ভাইরাল হল ভিডিও

এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে

Advertisement

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি জনপ্রিয়তার শিখরে রয়েছে আম্রপালি দুবে এবং নিরাহুয়ার নতুন একটি গানের ভিডিও। ভোজপুরি দুনিয়ায় বর্তমানে এই নতুন ভিডিওটি একেবারে ভাইরাল হয়ে উঠেছে এবং ভোজপুরি কুইন আম্রপালি দুবে ও দিনেশ লাল যাদবের এই ভিডিওটি এখন বলা যেতে পারে ট্রেন্ডিং। বর্তমানে ইউটিউবে ১৭ কোটির উপরে ভিউ পেয়ে গিয়েছে এই ভিডিও। ভোজপুরি গান হিসেবে এতটা ভিউ পাওয়া খুব একটা সহজ বিষয় না। তাই বলা যেতে পারে এই গানটি সারা ভারতে একেবারে সুপারহিট হয়েছে। এই গানটি গেয়েছেন কল্পনা এবং নীলকমল সিং। মেরুন রঙের শাড়ি নামের এই গানটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়

দুই মাস আগে মুক্তি পেল এই গান

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে গানের ভিডিওটির ব্যাপারে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটা মোটামুটি দু মাস আগে মুক্তি পেয়েছে। এই গানের সবথেকে বড় বিশেষত্ব হলো এই গানে ভোজপুরি সংস্কৃতি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নিরাহুয়া মেরুন রং এর শার্টের সাথে আম্রপালি দুবের মেরুন রঙের শাড়ি একেবারে মিশে গেছে। ফসল ছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে। প্রতিকূল পরিস্থিতির সাথে, নিজেদের মানিয়ে নিয়ে কিভাবে একটি কৃষক পরিবার আনন্দ করে, সেই গল্পটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই গানটিতে একজন কৃষকের দুঃখের গল্পের মাঝে কিছু আনন্দের মুহূর্ত আমরা দেখতে পাই।

ছবিটিও হয়েছে জনপ্রিয়

বিগত ১৫ ই মার্চ ভোজপুরি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল যার দর্শকদের ভালোবাসা অর্জন করতে পেরেছে। একজন কৃষক স্বামী স্ত্রীর প্রতিদিনের কাহিনী খুব ভালোভাবে চিত্রায়িত হয়েছে এই ছবিতে। দিনেশ লাল যাদব নিরহুয়া একজন কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে আম্রপালি দুবে অভিনয় করেছেন তার স্ত্রীর ভূমিকায়। গানটির কথা লিখেছেন পেয়ারেলাল যাদব। চলচ্চিত্রটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে একটি কৃষক পরিবারের সংগ্রামের গল্প বলে। শ্রেয়াস ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত। তবে এই সিনেমার সব থেকে ভালো গান হল মেরুন রঙের শাড়ি গানটি। আপনি যদি এখনো এই গানটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এখানেই।

Related Articles

Back to top button