Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: সেক্সী ফিগার দেখিয়ে মিষ্টি কায়দায় পোজ রবীনা ট্যান্ডন কন্যার, নেটিজেনরা বললেন, ‘সো হট!‘

Updated :  Monday, November 25, 2024 8:02 PM

বয়স প্রায় ৪৬ এর গণ্ডি স্পর্শ করেছে। কিন্তু এই বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখে সকলকে অবাক করে দিয়েছেন এক বলিউড অভিনেত্রী। আশা করি, সবাই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। আসলে বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন এখনও অব্দি আগের মতোই সৌন্দর্য বজায় রেখে চলেছেন। তাঁর এখনকার ছবি দেখে এটা বলা খুব মুশকিল যে তার বয়সের কাঁটা ৫০ এর দিকে ঝুঁকেছে। এছাড়াও আপনি এটা শুনলে আরও অবাক হবেন যে, ৪ সন্তানের মা হওয়া সত্বেও রবীনা ট্যান্ডন এখনও এত সুন্দরী। তাঁর সৌন্দর্যের সামনে ক্লিন বোল্ড হয়ে যান অনেক আধুনিক বলিউড অভিনেত্রীও।

রবীনা ট্যান্ডন কন্যা রাশা থাডানি

মাত্র ২১ বছর বয়সে ২ সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী। আসলে ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পরে ২০০৪ সালে বিয়ে করেন তিনি। তারপর তাঁর আরও ২ সন্তান হয়। অভিনেত্রীর চার সন্তান। তবে নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সমান। অভিনেত্রী ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন। অনিলের সাথে রবিনার দুই সন্তানের জন্ম হয়। এক ছেলে ও এক মেয়ে। তাঁদের কনিষ্ঠতম মেয়ের নাম রাশা থাডানি।

রাশার ভাইরাল ভিডিও

আপনাদের জানিয়ে রাখি, মায়ের মতোই সৌন্দর্যের নিরিখে রাশার সামনে হার মানবেন অনেকেই। বয়সের সাথে সাথে তাঁর জৌলুস যেন বেড়েই চলছে। রাশা মায়ের মতই অপরূপ সুন্দরী। তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা তাঁকে দেখলেই লেন্সবন্দী করেন। এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে রাশা একটি প্রিন্টেড ব্রালেট ও লং প্যান্ট পরেছেন। সে মিষ্টি হেসে পোজ দিয়ে ফটোশুট করেছেন। এই ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই ভিডিওটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন ও ৭৫ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। এতে কেউ কমেন্ট করে বলেছেন, ‘সি ইজ সো হট‘। আবার কেউ বলেছেন, ‘ভেরী বিউটিফুল‘।