Malaika Arora: সমুদ্র সৈকতে বিকিনি পরে বোল্ড কায়দায় ধরা দিলেন মালাইকা আরোরা, ফ্যানরা বললেন, ‘সো সেক্সী!‘
ফিটনেস ফ্রিক মালাইকার শরীরী ভাঁজ দেখে রাতের ঘুম হারাম হয় নেট নাগরিকদের
বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর শরীর ও মন যেন ২০ বছরের এক যুবতীর। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর শরীরী ভাঁজের ফাঁদে মন হারিয়েছেন লাখ লাখ পুরুষ। এছাড়াও নিজের থেকে ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে মাখোমাখো সম্পর্ক রেখে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে ছিলেন তিনি। অবশ্য বর্তমানে এই সম্পর্ক শেষ করেছেন তাঁরা। তবে নতুন করে একটি ভাইরাল ভিডিওর জন্য মালাইকা ফের ইন্টারনেট দুনিয়ার চর্চায় এসেছেন।
মালাইকা আরোরার জনপ্রিয়তা
এই তারকার জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও রয়েছে। আর দেশের স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তাতে অভিনেত্রীকে সকলে ঝেঁকে ধরেন ছবি তোলার জন্য। তিনি সাতসকালে জিমে যান, কি কোনদিন কোথাও শুটিংয়ের কাজে যান না কেন, তাঁর ছবি ও ভিডিও তোলার জন্য উপস্থিত থাকেন পাপ্পারাজিরা। আর সোশ্যাল মিডিয়াতে তাঁর এইসমস্ত ছবি বা ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে থাকে। তবে সম্প্রতি মালাইকার একটি ফটোশুটের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।
মালাইকার ভাইরাল ভিডিও
এবারের ভাইরাল ইনস্টাগ্রাম পোস্টে সম্পূর্ণ অন্য লুকে দেখা গেছে মালাইকাকে। সে সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন একান্তে। তাঁর পরনে একটি ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। সে জলে পা ডুবিয়ে জুস খাচ্ছেন। তাঁর কার্ভি ফিগার দেখে উত্তেজনা ধরে রাখতে পারবেন না আপনি। মালাইকার এই বিকিনি লুক দেখে রাতের ঘুম হারাম হবে আপনার। এই পোস্ট এখন ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হচ্ছে। ৪০ হাজারের বেশি মানুষ এই পোস্ট লাইক করেছেন। আর প্রচুর ফ্যান মালাইকার পোস্টে তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘মালাইকা ইস ভেরী হট‘। আবার কেউ বলেছেন, ‘সো সেক্সী‘। আপনিও এই পোষ্টটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram