Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আমি তো শ্রেয়সের ২ বাচ্চার মা’! সুন্দরী মডেলের মন্তব্যে তোলপাড়, জানুন আসল ঘটনা

Updated :  Tuesday, June 10, 2025 5:17 PM
Edin Rose Publicly Declares Love for Shreyas Iyer

আইপিএল ২০২৫ ফাইনালের রেশ কাটতে না কাটতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন মডেল-অভিনেত্রী এডিন রোজ। খেলার মাঠ নয়, এবার চর্চা তার ব্যক্তিগত ভালোলাগা নিয়ে। এক ভিডিও সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাঁর হৃদয়ে একমাত্র অধিকার শ্রেয়াস আইয়ারেরই।

দুবাইয়ে জন্ম ১৯৯৮ সালের ২০ অগস্ট। পিতা বার্মা-তামিল বংশোদ্ভূত, মা কর্ণাটকের মেয়ে। মাত্র ২০ বছর বয়সে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। ওয়েব সিরিজ ‘গান্ডি বাত’ দিয়ে আত্মপ্রকাশ, এরপর ‘গুড গার্লস – ব্রাইডস নাইট’-এ অভিনয় এবং ২০২৩ সালের তেলুগু ছবি ‘রাবণাসুরা’-য় আইটেম নম্বরে দেখা যায় তাঁকে— তাও কোনও অডিশন ছাড়াই।

তবে সম্প্রতি আলোচনার মূল কারণ, শ্রেয়াস আইয়ারকে নিয়ে তাঁর খোলামেলা মন্তব্য। একটি জনপ্রিয় বিনোদন পোর্টালের অনুষ্ঠানে ‘ম্যারি-হুকআপ-ডেট’ খেলার সময়, স্পষ্ট জানিয়ে দেন—

  • ম্যারি: শ্রেয়াস আইয়ার

  • হুকআপ: শুভমান গিল

  • ডেট: হার্দিক পাণ্ডিয়া

তাঁর মতে, শ্রেয়াস একজন মাটির মানুষ। তাঁর নম্রতা, একাগ্রতা ও শান্ত ভাবমূর্তি প্রতিদিন অনুপ্রাণিত করে এডিনকে। এমনকি তিনি বলেন, “আমি মনে মনে ওর স্ত্রী, ওর ভবিষ্যতের সন্তানের মা— ওর মতো মানুষকে আজকাল পাওয়া দুষ্কর।”

এই স্বীকারোক্তির পরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। বহু নেটিজেন জানতে চেয়েছেন, তবে কি দু’জনের মধ্যে কিছু চলছে? সেই গুঞ্জন অবশ্য নিজেই উড়িয়ে দিয়েছেন এডিন। স্পষ্ট বলেছেন, তিনি শ্রেয়াসের সঙ্গে কোনও সম্পর্কেই নেই, তবে তাঁর প্রতি বিশেষ অনুভূতি রয়েছে।

এই মুহূর্তে ক্রিকেট ও গ্ল্যামার ওয়ার্ল্ডের সংমিশ্রণে যে রসদ তৈরি হয়েছে, তা ঘিরে আগ্রহের শেষ নেই। অনেকেই বলছেন, এমন সাহসী ভালোলাগার প্রকাশ হয়তো বহু অনুরাগীকেই সাহস জোগাবে।