Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘ঠুমক ঠুমক’ গানে শিক্ষিকার সঙ্গে দারুণ নাচ ছাত্রছাত্রীদের, এমন Reels আগে দেখেন নি, দেখুন ভিডিও

Updated :  Saturday, September 13, 2025 9:02 AM
video

হাসি, খুশি আর নাচের মেলবন্ধনে তৈরি হয়েছে এক দুর্দান্ত মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছোট্ট ভিডিও ক্লিপ এখন লাখো মানুষের মুখে আনন্দের হাসি ফোটাচ্ছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, এক স্কুল টিচার নিজের স্টুডেন্টদের সঙ্গে মিলে ‘ঠুমক ঠুমক’ গানের তালে নাচছেন। শিশুদের সরলতা আর খুশির ছোঁয়ায় ভিডিওটি পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেরা হ্যাপি মোমেন্টে।

ভিডিওর শুরুতে টিচারের একক নাচ

ভাইরাল ক্লিপটির সূচনা হয়েছে এক সাধারণ ক্লাসরুম থেকে। সেখানে প্রথমে একজন টিচারকে একা নাচতে দেখা যায়। পটভূমিতে বাজছে জনপ্রিয় গান ঠুমক ঠুমক, যেটি সম্প্রতি গেয়েছেন সিঙ্গার নেহা ভসিন। শুরুতে মনে হচ্ছিল এটি হয়তো একটি সাধারণ ভিডিও।

একে একে যোগ দিল ছোট্ট ছাত্রছাত্রীরা

কিছু মুহূর্তের মধ্যেই চমক আসে। ছোট ছোট বাচ্চারা একে একে ফ্রেমে ঢুকতে শুরু করে। তাদের প্রত্যেকেই শিক্ষিকার পেছনে দাঁড়িয়ে গানটির তালে পা মেলাতে থাকে। একে অপরের সঙ্গে মিলে একই রিদমে তাদের নাচ দেখে মনে হচ্ছিল, যেন এটি কোনও প্র্যাকটিসড পারফরম্যান্স। কিন্তু আসলে এটি ছিল নিখাদ আনন্দ আর শিশুসুলভ মজা। শিশুদের খিলখিল হাসি, তালের সঙ্গে তাল মিলিয়ে নাচা ছোট্ট পা আর প্রাণভরে উপভোগ করার দৃশ্য ভিডিওটিকে আরও আবেগঘন করে তুলেছে। দর্শকরা এই স্বতঃস্ফূর্ত মুহূর্তে মুগ্ধ হয়ে গিয়েছেন।

শেষে এলো আরেকটি চমক

ভিডিওর শেষের দিকে আরও এক টিচার যোগ দেন নাচের দলে। হঠাৎ করে পুরো ক্লাসরুম যেন মঞ্চে পরিণত হয়। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী—সবাই মিলে গানের তালে নেচে ওঠেন। সবার মুখে হাসি, চোখে খুশি আর একসঙ্গে সময় কাটানোর আনন্দ ভিডিওটিকে অনন্য রূপ দেয়।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল গানটি

‘ঠুমক ঠুমক’ গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। বহু মানুষ এই গানে রিল বানাচ্ছেন। তবে স্কুলের এই ভিডিওটি সবার থেকে আলাদা হয়ে উঠেছে শিশুদের সরলতা আর শিক্ষক-শিক্ষিকার মিলিত আনন্দের কারণে। নেটিজেনদের মতে, এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে হৃদয়গ্রাহী ভিডিওগুলির একটি।

 

View this post on Instagram

 

A post shared by Karma Doma (@karmadoma_15)