অকল্যান্ডে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০ তে এগিয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষাতে পরিনত হলো। এই নিয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচে ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। বিশ্বকাপ সেমিফাইনালের পর এই সিরিজে পরপর দুই ম্যাচে ভারতকে পর্যদুস্ত করলো তারা।
টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরুটা ভালো করলেও মাঝের ওভার গুলিতে দুরন্ত কামব্যাক করে ভারত। গাপটিলের ৭৯ ও টেলরের অপরাজিত ৭৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৭৩ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া শার্দুল ঠাকুর দুটি ও রবীন্দ্র জাদেজা একটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন : ফের মাঠে নামবেন যুবরাজ, প্রথম ১১ জনের দলে জায়গা পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান
রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যেই ভারত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত ক্রিজে লড়াই চালিয়ে যান কিন্তু তা ভারতের জয়ের পক্ষে যথেষ্ট হয়ে উঠেনি। সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। এছাড়া শ্রেয়স আইয়ার ৫২ রান এবং নবদীপ সাইনি ৪৫ রান করেন। নিউজিল্যান্ডের চার বোলার সাউদি, বেনেট, জেমিসন ও গ্র্যান্ডহোম দুটি করে এবং নিশাম একটি উইকেট দখল করেছেন। কাইল জেমিসন ব্যাট হাতে মূল্যবান ২৫ রান এবং ২ টি উইকেট নেয়ার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।