Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন রোনাল্ডো

সুরজিৎ দাস : রিয়ালে ফেড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পর্তুগীজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন স্পেনের মাদ্রিদে একটি অনুষ্ঠানে অতিথি রূপে আসেন রোনাল্ডো সেখানেই তার বক্তব্য ঘিরে প্রবল জল্পনা ফুটবল সার্কিটে।…

Avatar

সুরজিৎ দাস : রিয়ালে ফেড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পর্তুগীজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন স্পেনের মাদ্রিদে একটি অনুষ্ঠানে অতিথি রূপে আসেন রোনাল্ডো সেখানেই তার বক্তব্য ঘিরে প্রবল জল্পনা ফুটবল সার্কিটে। এই অনুষ্ঠানে এসে রোনাল্ডো জানান ‘রিয়াল ও ম্যাঞ্চেস্টার আমার সবসময়ই প্রিয় দুটো ক্লাব। এই মাদ্রিদ শহর আমার প্রিয় শহর দের একটি আমার সন্তান দের জন্ম এখানে তাই ভবিষ্যৎ এ সুযোগ পেলে নিশ্চিত রূপেই রিয়াল মাদ্রিদে ফিড়তে চাই।

এই ক্লাব অনেক কিছু দিয়েছে আমায় সেই ভালোবাসার মূল্য অপরিসীম।’ এক সময় রিয়াল ও রোনাল্ডো নাম দুটো ছিলো একে অপরের সমার্থক এই দলের জার্সি গায়ে ৪৫০ বেশি গোল করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। রিয়ালকে তিনি ৪ টি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি দুটো লা-লিগা ও দিয়েছেন। এই ক্লাবে খেলেই প্রথমবার ব্যালন ডি’ওর জেতার সুযোগ পান তিনি। বর্তমানে জুভেন্টাসে খেলা এই তারকা ফুটবলার স্বাভাবিক ভাবেই যে রিয়ালে ফিরতে চান তা তার বক্তব্য থেকেই স্পষ্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শতবর্ষে নতুন সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল!

About Author