দেশনিউজ

গোটা বিশ্বকে গ্রাস করছে করোনা, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০

Advertisement

গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ছাড়িয়েছে। নোভেল করোনা ভাইরাসের দাপট বেড়েই চলেছে, আর তার সাথে বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস।

মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। নোভেল করোনাভাইরাসে এখনো পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৪১৪ জন। সবথেকে বেশি করুণ পরিস্থিতি করোনাভাইরাসের উৎপত্তি স্থল চিনে, তারপরেই ইতালি ও ইরানে আক্রান্তের সংখ্যা বেশি।

আরও পড়ুন : ভারতে প্রথম মৃত্যু করোনা ভাইরাসে

ইতালিতে মৃত্যু হয়েছে ১০১৬ জনের। অপরদিকে ইরানে মৃতের সংখ্যা ৪২৯। স্পেনে মৃত্যু হয়েছে ৮৪ জনের। জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের। ভারতে এখনো পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্রমশ সব দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।

Related Articles

Back to top button