শ্রেয়া চ্যাটার্জি : ছোট থেকে বড় ম্যাগি খেতে আমরা কে না ভালোবাসি? বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যেবেলার জলখাবার সব সময় এটি হট ফেভারিট। শীতকালে গাজর কড়াইশুঁটি দিয়ে কিংবা ডিম ফাটিয়ে, যেকোনো ভাবে ম্যাগি আমাদের প্রত্যেকেরই প্রিয় খাবার। অনেকে তো সকাল বেলা তাড়াতাড়িতে দুই মিনিটে ম্যাগি বানিয়ে নিয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়েন। খেতেও মন্দ লাগেনা। বানানোর সহজ আর খেতেও বেশ ভালো। ভারতে সাধারণত দুটো ফ্লেভারের ম্যাগি পাওয়া যায় চিকেন আর ভেজ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ছবিকে ঘিরে মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে। এবারে কি বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে?
Hi, we would like to inform you that MAGGI Noodles manufactured and sold by Nestlé India does not contain beef or any form of beef flavor.
— We Care At Nestlé (@NestleIndiaCare) March 11, 2020
আরও পড়ুন : চীনের সমুদ্রের পাড় ভরে গেছে ফেস মাস্ক এ, দূষিত হচ্ছে পরিবেশ
কিছুদিন আগেও ম্যাগির মধ্যে বেশি পরিমাণে সীসা দেওয়া হচ্ছে, এই জন্য ম্যাগির কথা খবরের শিরোনামে উঠে এসেছিল। অবশ্য যারা এটি খেতে ভালোবাসেন তখনও তারা এটিকে খুব একটা পাত্তা দেননি। ম্যাগি তৈরি করেন নেসলে কোম্পানি। তারা জানিয়েছে যেকোনো রকম বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে না । এমন ম্যাগি শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে পাওয়া যায়। তারা জানিয়েছে, যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেটি কখনোই ভারতের নয়। ভারতে একমাত্র আমিষ ম্যাগির ফ্লেভার রয়েছে সেটি হল চিকেন ফ্লেভার।