Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোয়ারেন্টাইনে মৌনি রায়, বেডরুম থেকে শেয়ার করলেন হট ছবি

কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস বর্তমানে বিশ্বব্যাপি মহামারির আকার ধারন করেছে। চিন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসের জেরে ভুগছে পৃথিবীর অন্যান্য দেশ, বেড়েই চলেছে মৃত্যুমিছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় দেশ ইতালি,…

Avatar

কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস বর্তমানে বিশ্বব্যাপি মহামারির আকার ধারন করেছে। চিন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসের জেরে ভুগছে পৃথিবীর অন্যান্য দেশ, বেড়েই চলেছে মৃত্যুমিছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় দেশ ইতালি, মৃতের সংখ্যা এদেশেই সবচেয়ে বেশি। মৃত্যুর হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় সাতশোরও বেশি মানুষ মারা গিয়েছে কোভিড-19 করোনার প্রকোপে।

ভারতের মানচিত্রটা একটু অন্যরকম, তবে খুব সুফলজনক নয়। হুহু করে বাড়ছে আক্রান্তের পরিমানের সংখ্যা, যা বর্তমানে ৩২৫। ভাইরাসের আতঙ্কে স্থগিত দেশের সমস্ত কার্যকলাপ, আজ চলছে জনতা কার্ফিউ। আজ মধ্যরাত থেকে ৩১শে মার্চ অবধি রেল পরিষেবা বন্ধ রাখছে কেন্দ্র, পাশাপাশি কলকাতাতেও বন্ধ থাকছে মেট্রো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টলিউড কিংবা বলিউড, স্টুডিওপাড়াতে বন্ধ হয়েছে সমস্ত সিনেমা ও ধারাবাহিকের কাজ, পিছিয়েছে বহু ছবির মুক্তির তারিখ। তারকা থেকে টেকশিয়ান সকলেই গৃহবন্দি। করোনা থেকে বাঁচতে প্রত্যেকেই নিচ্ছেন ‘সেফ হ্যান্ড চ্যালেঞ্জ’। বহু সেলেব রয়েছেন কোয়ারেন্টাইন প্রসেসে। সেখান থেকে বলিউড অভিনেত্রী বঙ্গকন্যার বেশ কিছু সামনে এল ইনস্টাগ্রামের মাধ্যমে।

কোয়ারেন্টাইনে রয়েছেন মৌনি রায়, সমস্ত প্রজেক্টের কাজও বন্ধ, সেই ফাঁকে নিজের সারাদিনের খুঁটিনাটি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। সদ্যই তাকে দেখা গেল নীলরঙা দীর্ঘ ব্যাকলেস গাউনে। নিজের বেডরুম থেকে সারাদিনের কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেগুলি পোস্ট করলেন ইনস্টার ওয়ালে, ক্যাপশনে বাংলাতেই লিখলেন, ‘দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী’। মৌনির সেই উষ্ণতার ভরা ছবিগুলি নীচে আপনার জন্য অপেক্ষমান, একঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy) on

About Author