করোনার প্রকোপে আতঙ্কে যখন গৃহবন্দী সাধারণ মানুষ তখনই মনের আনন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন বন্য প্রাণীদের। যেন মনে হয় মানুষ খাঁচায় রয়েছে এবং বন্য প্রাণীরা বাইরে প্রাণখোলা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। বদলে গিয়েছে চেনা অাধুনিক সভ্যতার ছবিটা। লক ডাউনের ফলে রাস্তাঘাট জনশূন্য, বন্ধ গাড়ি চলাচল। যা গাড়ি দেখা যায় তা হাতে গোনা। এরই মাঝে দেখা গেল অন্য দৃশ্য।
রাস্তায় এবার দেখা গেল গন্ডার ঘুড়ে বেড়াতে। ঘটনাটি ঘটেছে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। তবে এবারের চিত্রটি একটু আলাদা। এই গন্ডার রীতিমতো তাড়া করল স্থানীয় বাসিন্দাদের। এমনই দেখা গেল সিসিটিভি ক্যামেরায়। গত ৬ এপ্রিল টুইটারে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও আদৌও কত আগের তা জানা যায়নি।
So this #rhino thought to take things in his own hand. Went for an inspection. Btw rhino venturing out from forest happens a lot, even without lockdown. Forward. pic.twitter.com/Ck1sft3Emb
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 6, 2020
তবে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুধু লক ডাউন বলেই নয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বন্য প্রাণীরা লোকালয়ে ঘুরতে দেখা যায়।