দেশনিউজ

মাক্স না পড়লেই অভিনব শাস্তির উদ্যোগ দক্ষিনে, দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর কারনে গোটা বিশ্ব একেবারে গৃহবন্দি হয়ে পড়েছে। এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। কারণ ছাড়া বাইরে না বেরোনো, বেরোলেও অবশ্যই যেন মুখে মাস্ক থাকে। কিন্তু অনেকেই এই বিধিনিষেধ মেনে চলছেন না, কারণ ছাড়াই বাইরে যেন ঘুরতে বেরিয়ে পড়ছেন ছুটির দিন মনে করে। হয়তো ভাবছেন, ফাঁকা রাস্তায় লং ড্রাইভ মন্দ হবে না।

কিন্তু এই লং ড্রাইভে বেরোতে গিয়ে অনেকেই বুঝতে পারছেন না যে কতখানি বড় বিপদকে তারা অজান্তেই ডেকে আনছেন। আর তাদেরকে বোঝানোর দায়িত্বটা নিয়েছেন পুলিশ বাহিনী। কখনো ভালো কথায়, কখনো বা লাঠি মেরে, কোথাও আবার পুজো করে অসচেতন মানুষগুলিকে একটু সচেতন করার চেষ্টা করা হচ্ছে। তবে সম্প্রতি তামিলনাড়ুর রাস্তায় ঘটে যাওয়া একটি ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর হবে নাই বা কেন, এই সমস্ত অসচেতন মানুষগুলিকে সচেতন করার জন্য পুলিশ বাহিনী অভিনব উদ্যোগ নিয়েছেন।

যারাই মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন তাদেরকেই একেবারে জোর করে ধরে পুরে দিচ্ছেন অ্যাম্বুলেন্সের মধ্যে। ভয়ের চোটে মানুষগুলোর একেবারে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। তবে পুলিশ বাহিনীর এই অভিনব উদ্যোগকে স্যালুট জানাতে হয়। অন্তত এই ভিডিওটি দেখে মানুষগুলো যেন ভয়ের চোটে বাড়িতে থাকেন। সচেতন হতে হবে নিজেকে। সচেতনতার বিষয়টি নিজের মনের ভেতর থেকে উদ্ভব হলে তবেই করোনা ভাইরাস এর বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব হবে। তবে দেশের সমস্ত রাজ্যের পুলিশ বাহিনী অসাধারণ তৎপরতার সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলার কাজটি করে চলেছেন। এ বিষয়টি সত্যিই প্রশংসনীয়।

Related Articles

Back to top button